১১ তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২য় ধাপ - Read Mode

Browse questions and answers at your own pace

100 Total Questions
Back to Category
A
He has a few friends
B
He has no friends
C
He has few friends
D
He has the few friends

Explanation

‘নেই বললেই চলে’ বোঝাতে ‘few’ ব্যবহৃত হয়। সঠিক অনুবাদ: He has few friends. (Friend countable noun, তাই few বসে)।

A
গাজী মাজহারুল আনোয়ার
B
আব্দুল গাফফার চৌধুরী
C
আলাউদ্দিন
D
আলতাফ মাহমুদ

Explanation

এই বিখ্যাত গানটির গীতিকার আব্দুল গাফফার চৌধুরী। গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।

A
হিন্দি
B
প্রাকৃত
C
সংস্কৃত
D
ইংরেজী

Explanation

সমাস সংস্কৃত ভাষার ব্যাকরণ থেকে বাংলা ভাষায় এসেছে। অনেক পারিভাষিক শব্দ ও ব্যাকরণিক নিয়ম সংস্কৃত থেকে গৃহীত।

A
জাতিসংঘ সচিবালয়
B
সাধারন পরিষদ
C
নিরাপত্তা পরিষদ
D
আন্তর্জাতিক আদালত

Explanation

জাতিসংঘের সচিবালয় (Secretariat) এর প্রশাসনিক কাজগুলো পরিচালনা করে। এর প্রধান হলেন মহাসচিব।

A
to speak the truth
B
to tell a lie
C
to take bride
D
to steal something

Explanation

Too...to এর ব্যবহার। ‘Too dishonest to speak the truth’ অর্থ লোকটি এতই অসৎ যে সত্য বলতে পারে না।

A
Converted Natural Gas
B
Conversed Natural Gas
C
Connected Natural Gas
D
Compressed Natural Gas

Explanation

CNG এর পূর্ণ রূপ হলো Compressed Natural Gas (সংকুচিত প্রাকৃতিক গ্যাস)। এটি যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।

A
24
B
16
C
12
D
9

Explanation

4x² - px + 9 = (2x)² - 2(2x)(3) + 3² পূর্ণ বর্গ হতে হলে মধ্যপদ -px = -12x বা px = 12x হতে হবে। সুতরাং p = 12।

A
a(a - 3)
B
(a - 1)(a - 3)
C
a(a - 1)(a - 3)
D
a - 3

Explanation

১ম রাশি: a² - 3a = a(a - 3) ২য় রাশি: a² - 4a + 3 = a² - 3a - a + 3 = a(a - 3) - 1(a - 3) = (a - 1)(a - 3) সাধারণ উৎপাদক (a - 3)। তাই গ.সা.গু = a - 3।

A
were
B
Be
C
was
D
am

Explanation

I wish যুক্ত বাক্যে ‘to be’ verb হিসেবে সর্বদা ‘were’ বসে, subject যাই হোক না কেন। সঠিক বাক্য: I wish I were a child again.

A
কমা
B
হাইফেন
C
দাঁড়ি
D
লোপ চিহ্ন

Explanation

ঠিকানা লেখার সময় বাড়ি বা রাস্তার নম্বরের পরে ‘কমা’ (,) বসাতে হয়। যেমন: ৯, নিউ ইস্কাটন রোড।