১৬তম বিসিএস প্রিলিমিনারি - Read Mode

Browse questions and answers at your own pace

100 Total Questions
Back to Category
A
বরিশাল জেলা
B
ফরিদপুর জেলা
C
ঢাকা জেলা
D
রাজশাহী জেলা

Explanation

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর কবিতায় বরিশালের প্রকৃতি ও ধানসিঁড়ি নদীর কথা বারবার উঠে এসেছে।

A
৩৮৭ জন
B
৩৭৫ জন
C
৩৫৭ জন
D
৩৭৮ জন

Explanation

১৯৯৪ সালের ২১ জুলাই দ্বিতীয় দফার প্রত্যাবাসনের প্রথম দিনে ভারত থেকে ৩৭৫ জন চাকমা শরণার্থী বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

A
যমুনা সেতু
B
হার্ডিঞ্জ সেতু
C
ব্রহ্মপুত্র সেতু
D
তিস্তা সেতু

Explanation

বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজকে অতিক্রম করে যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু) রেল সংযোগসহ বাংলাদেশের অন্যতম দীর্ঘ রেল সেতু হিসেবে গণ্য হয় (প্রশ্নের সময়কাল অনুযায়ী)। বর্তমানে 'হার্ডিঞ্জ ব্রিজ' একক রেল সেতু হিসেবে দীর্ঘ হলেও যমুনা সেতু মাল্টিপারপাস।

A
৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা
B
৫৩ হাজার ৫৬৫ কোটি টাকা
C
৪৪ হাজার ৫৭৭ কোটি টাকা
D
৮৪ হাজার ৫৭৯ কোটি টাকা

Explanation

২০১৯-২০ অর্থবছরের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে মোট বরাদ্দ ছিল প্রায় ৮৫,৭৬০ কোটি টাকার উপরে, তবে শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয় (প্রাথমিক ও গণশিক্ষা + শিক্ষা) এর জন্য বরাদ্দ ছিল প্রায় ৬১ হাজার কোটি টাকা। প্রদত্ত অপশনগুলোর মধ্যে ৬৪ হাজার কোটি টাকা (প্রযুক্তি সহ) সবচেয়ে কাছাকাছি ও সঠিক হিসেবে গণ্য হয়।

A
৪ টি
B
৫ টি
C
৬ টি
D
৭ টি

Explanation

১৯৯৩ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে তাঁদের সম্মানে ঢাকার ৫টি প্রধান সড়কের নামকরণ করা হয়।

A
শায়েস্তা খান
B
শাহ সুজা
C
টিপু সুলতান
D
ইসলাম খান

Explanation

১৬৭৮ সালে মুঘল সুবেদার আজম শাহ (সম্রাট আওরঙ্গজেবের পুত্র) লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে শায়েস্তা খান এর কাজ এগিয়ে নেন, কিন্তু পরী বিবির মৃত্যুর পর কাজ অসমাপ্ত রাখেন। প্রশ্নে শায়েস্তা খানের নাম বেশি প্রচলিত উত্তর হিসেবে গৃহীত হয়।

A
১৯০৬ সালে
B
১৮৬৪ সালে
C
১৯১৯ সালে
D
১৮৪০ সালে

Explanation

১৮৬৪ সালে 'ঢাকা মিউনিসিপ্যাল অ্যাক্ট' এর আওতায় ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এর প্রথম চেয়ারম্যান ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার স্কিনার।

A
১৯৯২ সালে
B
১৯৯৩ সালে
C
১৯৯১ সালে
D
১৯৯০ সালে

Explanation

১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ১৯৯২ সালে জাতীয় সংসদে উপজেলা পরিষদ বাতিল বিল পাস করে। পরবর্তীতে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার আবার তা চালু করে।

A
ফেব্রুয়ারি, ১৯৭২
B
২৪ জানুয়ারি, ১৯৭২
C
১৬ ডিসেম্বর, ১৯৭২
D
৪ এপ্রিল, ১৯৭২

Explanation

১৯৭২ সালের ৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। এটি ছিল অন্যতম প্রধান পশ্চিমা স্বীকৃতি।

A
১৬ মার্চ, ১৯৭২
B
১৬ ডিসেম্বর, ১৯৭২
C
৪ মার্চ, ১৯৭২
D
৪ জানুয়ারি, ১৯৭৩

Explanation

১৯৭২ সালের ৪ মার্চ স্বাধীন বাংলাদেশে প্রথম ১০০ টাকার নোট এবং ১ টাকার নোট চালু করা হয়। এটি ছিল বাংলাদেশের নিজস্ব মুদ্রার প্রচলন।