২২তম বিসিএস প্রিলিমিনারি - Read Mode

Browse questions and answers at your own pace

100 Total Questions
Back to Category
A
স্বস্তি পরিষদের
B
সাধারণ পরিষদের অধিবেশনে
C
ইকোসকে (ECOSOC)
D
ইউনেস্কোতে (UNESCO)

Explanation

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেন।

A
জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী
B
গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
C
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
D
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

Explanation

১৬ ডিসেম্বর ১৯৭১ রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন (পরবর্তীতে এয়ার ভাইস মার্শাল) এ কে খন্দকার। তিনি ছিলেন মুজিবনগর সরকারের উপ-প্রধান সেনাপতি।

A
১২,৮০০ টন
B
১৩,৯০০ টন
C
২৪,০০০ টন
D
১৫,০০০ টন

Explanation

রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ‘কুরস্ক’ ২০০০ সালে ব্যারেন্টস সাগরে ডুবে যায়। ডুবন্ত অবস্থায় এর ওজন ছিল প্রায় ২৪,০০০ টন। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা ছিল।

A
সোমালিয়া ও দক্ষিণ সুদান
B
নাইজেরিয়া ও ভেনেজুয়েলা
C
বাংলাদেশ
D
ভারত

Explanation

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী বিভিন্ন সময় সোমালিয়া, দক্ষিণ সুদান ও সিরিয়া শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় থাকে। (তথ্যের ভিন্নতা হতে পারে বছরভেদে)।

A
১৯৯৫ সালে
B
১৯৯৮ সালে
C
২০০০ সালে
D
২০০২ সালে

Explanation

বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালে প্রবর্তিত হয়। পরবর্তীতে ২০০৩ সালে এটি সংশোধিত হয়। এই আইনটি নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিতে গুরুত্বপূর্ণ।

A
স্টকহোম
B
অসলো
C
জেনেভা
D
নিউইয়র্ক

Explanation

নোবেল শান্তি পুরস্কার নরওয়ের রাজধানী অসলো থেকে দেওয়া হয়। অন্য পাঁচটি বিভাগের পুরস্কার সুইডেনের স্টকহোম থেকে প্রদান করা হয়।

A
আফ্রিকা
B
ইউরোপ
C
এশিয়া
D
উত্তর আমেরিকা

Explanation

আয়তন ও জনসংখ্যা উভয় দিক থেকেই পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় ৩০% এলাকা জুড়ে এই মহাদেশ অবস্থিত এবং এখানে সর্বাধিক মানুষ বসবাস করে।

A
১০ এপ্রিল, ১৯৭১
B
১৭ এপ্রিল ১৯৭১
C
৭ মার্চ, ১৯৭১
D
২৫ মার্চ, ১৯৭১

Explanation

১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং এদিনই আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়। তবে ১৭ এপ্রিল সরকার শপথ গ্রহণ করে।

A
সুইডেন
B
নরওয়ে
C
ফিনল্যান্ড
D
পোল্যান্ড

Explanation

হেলসিংকি ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর। ফিনল্যান্ডকে ‘হাজার হ্রদের দেশ’ বলা হয়। এটি উত্তর ইউরোপের একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ।

A
ইরাক
B
মিশর
C
কুয়েত
D
জর্ডান

Explanation

আরব দেশগুলোর মধ্যে ইরাক সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় (৮ জুলাই ১৯৭২)। অনারব মুসলিম দেশ হিসেবে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া প্রথম স্বীকৃতি দেয়।