২৩তম বিসিএস প্রিলিমিনারি - Read Mode

Browse questions and answers at your own pace

100 Total Questions
Back to Category
A
১০
B
C
৯০
D
১০০

Explanation

০.১˙ মানে ১/৯ এবং ০.১ মানে ১/১০। ধরি সংখ্যাটি ক। তাহলে (ক/৯ - ক/১০) = ১ বা ক/৯০ = ১, সুতরাং ক = ৯০। পৌনপুনিক ভগ্নাংশের এই সাধারণ নিয়মটি মনে রাখা জরুরি।

A
২২৫ বর্গমিটার
B
১৪৪ বর্গমিটার
C
১৬৯ বর্গমিটার
D
১৯৬ বর্গমিটার

Explanation

আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৬ ও প্রস্থ ১২ হলে ক্ষেত্রফল ১৯২ হয়। পরিসীমা = ২(১৬+১২) = ৫৬। বর্গক্ষেত্রের পরিসীমা ৫৬ হলে বাহু ১৪। অতএব, ক্ষেত্রফল ১৪² = ১৯৬ বর্গমিটার।

A
B
C
D

Explanation

ক্রমিক সংখ্যা তিনটি ৩, ৪, ৫ হলে গুণফল ৬০ এবং যোগফল ১২। ৬০, ১২ এর ৫ গুণ। সুতরাং সংখ্যাগুলোর গড় (৩+৪+৫)/৩ = ৪। বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যার মাঝেরটিই গড় হয়।

A
৬৬ সেন্টিমিটার
B
৪২ সেন্টিমিটার
C
২১ সেন্টিমিটার
D
২২ সেন্টিমিটার

Explanation

ক্ষেত্রফল/পরিধি = r/2। ১৩৮৬/১৩২ = ১০.৫ = r/2, বা r = ২১। বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস (2r)। তাই ব্যাস = ২১×২ = ৪২ সে.মি.। ব্যাসার্ধ নির্ণয় করে দ্বিগুণ করলেই উত্তর পাওয়া যায়।

A
৭০
B
৮৫
C
৭৫
D
১০০

Explanation

ধরি ছাত্রসংখ্যা x। প্রত্যেকে দেয় (x+২৫) পয়সা। মোট চাঁদা x(x+২৫) = ৭৫০০ পয়সা। সমীকরণ সমাধান করলে x এর মান ৭৫ পাওয়া যায়। অর্থাৎ ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭৫ জন।

A
১৩টি
B
১৪টি
C
১৫টি
D
১৬টি

Explanation

২৪০ টাকায় ১৫টি কলম কিনলে দাম পড়ে ১৬ টাকা। ১টি বেশি অর্থাৎ ১৬টি পেলে দাম পড়ত ১৫ টাকা, যা ১ টাকা কম। তাই নির্ণেয় কলম সংখ্যা ১৫টি। অপশন টেস্ট করে দ্রুত বের করা যায়।

A
৪ সমকোণ
B
৬ সমকোণ
C
৮ সমকোণ
D
১০ সমকোণ

Explanation

বহুভুজের কোণের সমষ্টি (2n-4) সমকোণ। পঞ্চভুজে n=5, তাই (১০-৪) = ৬ সমকোণ। যেকোনো বহুভুজের কোণের সমষ্টি বের করতে এই সূত্রটি ব্যবহার করা হয়।

A
B
C
D
১০

Explanation

আজ ২৩ তারিখ। ১৭ দিন আগে ছিল (২৩-১৭)=৬ তারিখ। সেদিন বলেছিল 'আগামীকাল' জন্মদিন, মানে ৭ তারিখ। সুতরাং তার জন্মদিন ৭ তারিখে। সাধারণ বিয়োগ করলেই উত্তর মেলে।

A
০.৯৬
B
১.৪৮
C
১.৯২
D
১.৫০

Explanation

ধারাটিতে প্রতিটি পদ আগের পদের ৪ গুণ। ০.০৩ × ৪ = ০.১২, ০.১২ × ৪ = ০.৪৮। তাই পরের পদটি হবে ০.৪৮ × ৪ = ১.৯২। গুণোত্তর ধারার নিয়ম প্রযোজ্য।

A
B
C
D
১০

Explanation

ধরি বড় অংশ x, ছোট অংশ 2x/3। প্রশ্নমতে, x + 2x/3 = 20 => 5x/3 = 20 => x=12। ছোট অংশ = ২০-১২ = ৮ ফুট। অনুপাতের ধারণা দিয়েও সহজে সমাধান সম্ভব।