২৬তম বিসিএস প্রিলিমিনারি - Read Mode

Browse questions and answers at your own pace

200 Total Questions
Back to Category
A
হেগে
B
জেনেভায়
C
নিউইয়র্কে
D
ক্যানবেরায়

Explanation

আঙ্কটাড (UNCTAD) বা জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।

A
২৭২
B
২৭১
C
২৭০
D
২৬৮

Explanation

যুক্তরাষ্ট্রের মোট ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে নূন্যতম ২৭০টি ভোট পেতে হয়।

A
লণ্ডন
B
লিঁও
C
রোম
D
প্যারিস

Explanation

আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা ইন্টারপোল (INTERPOL)-এর সদর দপ্তর ফ্রান্সের লিঁও (Lyon) শহরে অবস্থিত। এটি বিশ্বব্যাপী পুলিশি সহযোগিতার কাজ করে।

A
১৯৪৮
B
১৯৫০
C
১৯৬৭
D
১৯৭০

Explanation

১৯৪৮ সালের ১৪ মে ফিলিস্তিনের ভূমিতে আনুষ্ঠানিকভাবে ইসরাঈল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। এর পরপরই প্রথম আরব-ইসরাঈল যুদ্ধ শুরু হয়।

A
ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য
B
একটি স্বাধীন দেশ
C
অস্ট্রেলিয়ার একটি প্রদেশ
D
কোনটি ঠিক নয়

Explanation

তিমুর দ্বীপের পশ্চিমাংশ বা পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার একটি অংশ (East Nusa Tenggara প্রদেশের অন্তর্গত)। পূর্ব তিমুর একটি স্বাধীন দেশ।

A
প্রথম
B
তৃতীয়
C
দ্বিতীয়
D
চতুর্থ

Explanation

আফ্রিকা মহাদেশ থেকে জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন মিশরের বুট্রোস বুট্রোস ঘালি। ঘানার কফি আনান ছিলেন আফ্রিকা থেকে দ্বিতীয় মহাসচিব।

A
ম্যানিলা
B
বার্লিন
C
ব্যাংকক
D
সিঙ্গাপুর

Explanation

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা। এর সদর দপ্তর জার্মানির বার্লিনে অবস্থিত।

A
ব্রাজিল
B
ইরান
C
সুইডেন
D
কেনিয়া

Explanation

২০০৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ওয়াঙ্গারি মাথাই। তিনি কেনিয়ার পরিবেশবাদী ও রাজনৈতিক কর্মী ছিলেন এবং তিনিই প্রথম আফ্রিকান নারী যিনি এই পুরস্কার পান।

A
৫৪৫
B
৫৪৩
C
৬১০
D
৪১৫

Explanation

ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভার মোট নির্বাচিত আসন সংখ্যা ৫৪৩। আগে ২ জন সদস্য অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায় থেকে মনোনীত হতেন, যা বর্তমানে বিলুপ্ত।

A
লোহিত সাগর ও ভূমধ্যসাগর
B
ভূমধ্যসাগর ও আরব সাগর
C
লোহিত সাগর ও আরব সাগর
D
ভূমধ্যসাগর ও কাস্পিয়ান সাগর

Explanation

মিশরের সুয়েজ খাল লোহিত সাগর (Red Sea) এবং ভূমধ্যসাগর (Mediterranean Sea)-কে সংযুক্ত করেছে। এটি এশিয়া ও ইউরোপের মধ্যে নৌপথের দূরত্ব কমিয়েছে।