৩৪তম বিসিএস প্রিলিমিনারি - Read Mode

Browse questions and answers at your own pace

96 Total Questions
Back to Category
A
পরমাণু শক্তি
B
কয়লা
C
পেট্রোল
D
প্রাকৃতিক গ্যাস

Explanation

পরমাণু শক্তিকে অনেক সময় নবায়নযোগ্য হিসেবে বিবেচনা করা হয় (যদিও বিতর্ক আছে, তবে জীবাশ্ম জ্বালানির তুলনায় এটি দীর্ঘস্থায়ী)। কিন্তু সোলার বা পানি হলে ভালো হতো। কয়লা, পেট্রোল, গ্যাস অনবায়নযোগ্য। প্রদত্ত অপশনে পরমাণু শক্তিই তুলনামূলক উত্তর।

A
কৃত্রিম সার প্রয়োগ
B
পানি সেচ
C
মাটিতে নাইট্রোজেন ধরে রাখা
D
প্রাকৃতিক গ্যাস প্রয়োগ

Explanation

জমিতে পরিমিত পানি সেচ ও নিষ্কাশনের মাধ্যমে লবণের ঘনত্ব কমানো যায়। পানি সেচ দিলে লবণ গলে মাটির গভীরে চলে যায় বা ধুয়ে যায়।

A
তামা
B
রূপা
C
সোনা
D
কার্বন

Explanation

ধাতুসমূহের মধ্যে রূপার (Silver) বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি। এর পরেই তামার (Copper) অবস্থান। যদিও সোনাও সুপরিবাহী, কিন্তু রূপা সর্বোৎকৃষ্ট।

A
অড়হর
B
ছোলা
C
খেসারী
D
মটর

Explanation

দীর্ঘদিন ধরে একটানা খেসারির ডাল খেলে ল্যাথারাইজম (Lathyrism) নামক রোগ হয়, যার ফলে পায়ের অবশতা বা পঙ্গুত্ব বরণ করতে হতে পারে।

A
পরিপাক
B
খাদ্য গ্রহণ
C
শ্বসন
D
রক্ত সংবহন

Explanation

শ্বসন (Respiration) প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য জারিত হয়ে শক্তি (ATP) উৎপন্ন হয়। তাই শ্বসনই হলো শক্তি উৎপাদনের প্রধান জৈবিক প্রক্রিয়া।

A
ঘনত্ব কম
B
ঘনত্ব বেশি
C
তাপমাত্রা বেশি
D
দ্রবণীয়তা বেশি

Explanation

পানি বরফে পরিণত হলে এর আয়তন বাড়ে, ফলে ঘনত্ব কমে যায়। যেহেতু বরফের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম, তাই বরফ পানিতে ভাসে। অর্থাৎ পানির ঘনত্ব বরফের চেয়ে বেশি।

A
নাইট্রিক
B
সালফিউরিক
C
হাইড্রোক্লোরিক
D
পারক্লোরিক

Explanation

গাড়ির লেড স্টোরেজ ব্যাটারিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে লঘু সালফিউরিক এসিড (H₂SO₄) ব্যবহার করা হয়।

A
Sorojini Naidu
B
Hellen Killer
C
Florence Nightingale
D
Madame Teresa

Explanation

ফ্লোরেন্স নাইটিংগেল ক্রিমিয়ার যুদ্ধের সময় আহত সৈনিকদের সেবা করার জন্য রাতে হাতে বাতি নিয়ে ঘুরতেন বলে তাকে 'Lady with the Lamp' বলা হয়।

A
Physics and Chemistry
B
Physiology or Medicine
C
Literature, Peace and Economics
D
All of the above

Explanation

নোবেল পুরস্কার পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি—এই ৬টি বিষয়ে প্রদান করা হয়। প্রদত্ত অপশনের সবগুলোই সঠিক।

A
A new moon day
B
A full moon day
C
A half moon day
D
A moonless day

Explanation

চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) সবসময় পূর্ণিমা তিথিতে (Full moon day) হয় যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে।