৩৬তম বিসিএস প্রিলিমিনারি - Read Mode

Browse questions and answers at your own pace

200 Total Questions
Back to Category
A
ইসলামাবাদের সামরিক সরকার পদত্যাগের আন্দোলন
B
পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন
C
প্রেসিডেন্ট ইয়াহহিয়ার পদত্যাগ আন্দোলন
D
মার্শাল ‘ল’ পদত্যাগের আন্দোলন

Explanation

১৯৭১ সালের মার্চ মাসের শুরু থেকে বঙ্গবন্ধুর নির্দেশে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন চলছিল। ৭ মার্চের ভাষণে তিনি এই অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেন।

A
বেতার/রেডিওর মাধ্যমে
B
ওয়্যারলেসের মাধ্যমে
C
টেলিগ্রামের মাধ্যমে
D
টেলিভিশনের মাধ্যমে

Explanation

১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে (২৬ মার্চের প্রথম প্রহরে) বঙ্গবন্ধু ইপিআর-এর ওয়্যারলেস বার্তার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। পরে তা চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রচার করা হয়।

A
আষাঢ়-শ্রাবণ মাসে
B
ভাদ্র -আশ্বিন মাসে
C
অগ্রহায়ন -পৌষ মাসে
D
মাঘ-ফাল্গুন

Explanation

রোপা আমন ধান সাধারণত বর্ষাকালে (আষাঢ়-শ্রাবণ) রোপণ করা হয় এবং হেমন্তকালে (অগ্রহায়ণ-পৌষ) কাটা হয়। এটি বাংলাদেশের প্রধান ধানগুলোর একটি।

A
৫০%
B
৫৮%
C
৬২%
D
৬৬%

Explanation

সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২% (বা ৬০-৬২%) বাংলাদেশের সীমানায় এবং বাকি অংশ ভারতের পশ্চিমবঙ্গে পড়েছে। বাংলাদেশ অংশের আয়তন প্রায় ৬০১৭ বর্গকিলোমিটার।

A
দেশ থেকে পোলিও নির্মূল
B
HIV / AIDS নির্মূল করা
C
যক্ষ্মা নির্মূল করা
D
ক্ষুধা ও দারিদ্র্য দূর করা

Explanation

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG)-এর ১ নম্বর লক্ষ্যই ছিল চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল করা। মোট ৮টি লক্ষ্যের মধ্যে এটি ছিল অন্যতম প্রধান।

A
১২ তম
B
১৩ তম
C
১৪ তম
D
১৫ তম

Explanation

২০১১ সালে সংবিধানের পঞ্চদশ (১৫তম) সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এর আগে ১৩তম সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা চালু হয়েছিল।

A
এক কক্ষ
B
দুই বা দ্বিকক্ষ
C
তিন কক্ষ
D
বহুকক্ষ বিশিষ্ট

Explanation

বাংলাদেশের আইনসভা বা জাতীয় সংসদ ‘এক কক্ষবিশিষ্ট’। এর নাম ‘জাতীয় সংসদ’ (House of the Nation)। বিশ্বের অনেক দেশে (যেমন ভারত, যুক্তরাষ্ট্র) দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে।

A
১৬২ টি
B
১১১ টি
C
৫১ টি
D
১০১ টি

Explanation

২০১৫ সালের ছিটমহল বিনিময় চুক্তির আওতায় ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় এবং বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হয়।

A
২২°৩০′ – ২০°-৩৪′ দক্ষিণ অক্ষাংশে
B
৮০°৩১′ – ৪০°-৯০′ দ্রাঘিমাংশে
C
৩৪°২৫° – ৩৮′ উত্তর অক্ষাংশে
D
৮৮°০১′ – ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশে

Explanation

বাংলাদেশের অবস্থান ২০°৩৪′ থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১′ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। অপশন ‘ঘ’ দ্রাঘিমাংশের সঠিক তথ্য দিচ্ছে।

A
১৯৭২ সাল
B
১৯৭৩ সাল
C
১৯৭৪ সাল
D
১৯৭৭ সাল

Explanation

স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। এরপর থেকে সাধারণত প্রতি ১০ বছর পর পর আদমশুমারি (বর্তমানে জনশুমারি) অনুষ্ঠিত হয়ে আসছে।