৩৭তম বিসিএস প্রিলিমিনারি - Read Mode

Browse questions and answers at your own pace

189 Total Questions
Back to Category
A
পলাশীর যুদ্ধ
B
তৃতীয় পানিপথের যুদ্ধ
C
১৯৫৭ সালের সিপাহী বিদ্রোহ
D
ছিয়াত্তরের মন্বন্তর

Explanation

মহাকবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ মহাকাব্যটি ১৭৬১ সালের পানিপথের তৃতীয় যুদ্ধের ঐতিহাসিক কাহিনি অবলম্বনে রচিত।

A
রহু চণ্ডালের হাড়
B
কৈবর্ত খণ্ড
C
ফুল বউ
D
অলীক মানুষ

Explanation

‘অলীক মানুষ’ সৈয়দ মুস্তফা সিরাজের একটি বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসের জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার ও বঙ্কিম পুরস্কার লাভ করেন।

A
১৯১০
B
১৯১১
C
১৯১২
D
১৯১৩

Explanation

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থটি ১৯১০ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে এর ইংরেজি অনুবাদ ‘Song Offerings’ এর জন্য ১৯১৩ সালে তিনি নোবেল পুরস্কার পান।

A
আল মাহমুদ
B
আব্দুল মান্নান সৈয়দ
C
অমিয় চক্রবর্তী
D
শামসুর রাহমান

Explanation

‘আসাদের শার্ট’ কবিতাটি কবি শামসুর রাহমান রচিত। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহীদ আসাদের রক্তমাখা শার্টকে উপজীব্য করে তিনি এই কালজয়ী কবিতাটি লেখেন।

A
কোনটি চর্যাগান, আর কোনটি নয়
B
কোনটি আচরণীয়, আর কোনটি নয়
C
কোনটি চরাচরের, আর কোনটি নয়
D
কোনটি আচার্যের, আর কোনটি নয়

Explanation

‘চর্যাচর্যবিনিশ্চয়’ (চর্যা+অচর্যা+বিনিশ্চয়) কথাটির অর্থ হলো কোনটি আচরণীয় (পালনযোগ্য) এবং কোনটি অাচরণীয় নয়, তা নিশ্চিত করা বা নির্ধারণ করা।

A
শৈবধর্ম
B
বৌদ্ধ সহজযান
C
নাথধর্ম
D
কোনোটি নয়

Explanation

‘গোরক্ষ বিজয়’ কাব্যটি নাথধর্মের কাহিনি অবলম্বনে রচিত। এতে নাথ গুরু গোরক্ষনাথ কর্তৃক তার গুরু মীননাথকে উদ্ধারের কাহিনি বর্ণিত হয়েছে।

A
রামনিধি গুপ্ত
B
দাশরথি রায়
C
এন্টনি ফিরিঙ্গি
D
রামপ্রসাদ সেন

Explanation

বাংলা সাহিত্যে শাক্ত পদাবলি বা শ্যামাসঙ্গীতের জন্য রামপ্রসাদ সেন বিখ্যাত। তিনি দেবী কালীকে মাতৃরূপে ভক্তি নিবেদন করে অসংখ্য পদ রচনা করেছেন।

A
হুমায়ুন আজাদ
B
হেলাল হাফিজ
C
আসাদ চৌধুরী
D
রফিক আজাদ

Explanation

‘অলৌকিক ইস্টিমার’ হুমায়ুন আজাদের লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। এটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।

A
আইন
B
প্রথা
C
শুল্ক
D
রাজস্বনীতি

Explanation

ইংরেজী শব্দ ‘Custom’ এর বাংলা পরিভাষা হলো ‘প্রথা’ বা ‘আচার’। আইন বা বিধির বাইরে সমাজস্বীকৃত নিয়মকে কাস্টম বলা হয়।

A
ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
B
ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
C
প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
D
প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে

Explanation

কালাপাহাড় ছিলেন একজন হিন্দু যিনি ধর্মান্তরিত হয়ে মূর্তিপূজা ও হিন্দু দেবালয় ধ্বংস করেছিলেন। নজরুল তার ‘মানুষ’ কবিতায় প্রচলিত জরাজীর্ণ সংস্কার ভাঙার প্রতীক হিসেবে কালাপাহাড়কে স্মরণ করেছেন।