৩৮তম বিসিএস প্রিলিমিনারি - Read Mode

Browse questions and answers at your own pace

192 Total Questions
Back to Category
A
ধারা ২৬
B
ধারা ২৭
C
ধারা ২৮
D
ধারা ২৯

Explanation

সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’।

A
ফার্নেস অয়েল
B
কয়লা
C
প্রাকৃতিক গ্যাস
D
ডিজেল

Explanation

বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের প্রধান জ্বালানি উৎস হলো প্রাকৃতিক গ্যাস। দেশের মোট বিদ্যুতের সিংহভাগ গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে আসে।

A
৩ বছর
B
৪ বছর
C
৫ বছর
D
৬ বছর

Explanation

সংবিধানের ১১৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ কার্যভার গ্রহণের তারিখ হতে ৫ বছর।

A
নির্বাচন কমিশনের অনুতিক্রমে প্রার্থী হতে পারবেন
B
আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
C
সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
D
কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না

Explanation

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অন্যতম যোগ্যতা হলো তাকে কোনো একটি নির্বাচনী এলাকার ভোটার হতে হবে। ভোটার না হলে তিনি প্রার্থী হতে পারবেন না।

A
পৌরসভা
B
পল্লী বিদ্যুৎ
C
সিটি কর্পোরেশন
D
উপজেলা পরিষদ

Explanation

পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় সরকার কাঠামোর অংশ। ‘পল্লী বিদ্যুৎ’ একটি সমিতি বা সেবামূলক প্রতিষ্ঠান, স্থানীয় সরকার নয়।

A
আইন মন্ত্রণালয়ের
B
রাষ্ট্রপতির
C
স্পীকারের
D
জাতীয় সংসদের

Explanation

বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের ওপর ন্যস্ত (অনুচ্ছেদ ৬৫)।

A
রাজনৈতিক দল
B
সুশীল সমাজ
C
বিচার বিভাগ
D
প্রশাসন বিভাগ

Explanation

সুশীল সমাজ (Civil Society) হলো সরকার ও পরিবারের বাইরের একটি ক্ষেত্র যেখানে নাগরিকরা স্বেচ্ছায় একত্রিত হয় এবং জনমত গঠনে প্রভাব ফেলে।

A
৩০ বছর
B
৩৫ বছর
C
৪০ বছর
D
৪৫ বছর

Explanation

সংবিধানের ৪৮(৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম বয়স ৩৫ বছর হতে হবে।

A
১২
B
১৩
C
১৪
D
১৫

Explanation

বিবিএস (BBS) এর তথ্যানুযায়ী বাংলাদেশের জিডিপি বা জাতীয় আয় গণনায় অর্থনীতিকে ১৫টি প্রধান খাতে ভাগ করা হয়।

A
মুশফিক
B
তামিম
C
সাব্বির
D
লিটন দাস

Explanation

মুশফিকুর রহিম বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি (২০০ রান) করার গৌরব অর্জন করেন (২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে)।