৪১তম বিসিএস প্রিলিমিনারি - Read Mode

Browse questions and answers at your own pace

200 Total Questions
Back to Category
A
বহুদলীয় ব্যবস্থা
B
বাকশাল প্রতিষ্ঠা
C
তত্ত্বাবধায়ক সরকার
D
সংসদে মহিলা আসন

Explanation

১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। পরবর্তীতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তা বাতিল করা হয়।

A
৪র্থ তফসিল
B
৫ম তফসিল
C
৬ষ্ঠ তফসিল
D
৭ম তফসিল

Explanation

সংবিধানের ৪র্থ তফসিলে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী ছিল। অতীতে সামরিক শাসকরা তাদের ক্ষমতা গ্রহণ ও কার্যক্রমকে বৈধতা দিতে এই তফসিলের অপব্যবহার করেছেন।

A
সঁওতাল
B
গারো
C
খাসিয়া
D
মুরং

Explanation

গারো উপজাতিদের প্রধান আবাসস্থল হলো ময়মনসিংহ ও নেত্রকোনা অঞ্চল। নেত্রকোনার দুর্গাপুর ও বিরিশিরিতে গারো সম্প্রদায়ের বসবাস ও তাদের কালচারাল একাডেমি রয়েছে।

A
IDA credit-এর মাধ্যমে
B
IMF-এর bailout package-এর মাধ্যমে
C
প্রবাসীদের পাঠানাে remittance-এর মাধ্যমে
D
বিশ্ব ব্যাংকের budgetary support-এর মাধ্যমে

Explanation

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে। তবে বাণিজ্য ঘাটতি বা ভারসাম্য রক্ষায় আইএমএফ (IMF)-এর ঋণ সহায়তা বা বেইলআউট প্যাকেজ প্রায়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

A
অশােক
B
শশাঙ্ক
C
মেগদা
D
ধর্মপাল

Explanation

শশাঙ্ককে বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা বলা হয়। তিনি গৌড়কে কেন্দ্র করে একটি শক্তিশালী রাজ্য গড়ে তুলেছিলেন এবং ‘রাজাধিরাজ’ উপাধি গ্রহণ করেছিলেন।

A
লর্ড কার্জন
B
রাজা পঞ্চম জর্জ
C
লর্ড মাউন্ট ব্যাটেন
D
লর্ড ওয়াভেল

Explanation

১৯১১ সালে দিল্লির দরবারে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। এর ফলে পূর্ব ও পশ্চিম বাংলা পুনরায় একত্রিত হয় এবং রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।

A
ব্রিটিশ আমলে
B
সুলতানি আমলে
C
মুঘল আমলে
D
স্বাধীন নবাবী আমলে

Explanation

মুঘল সুবাদার ইসলাম খাঁ ১৬১০ সালে ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন এবং এর নাম দেন ‘জাহাঙ্গীরনগর’। এর মাধ্যমেই মূলত আধুনিক ঢাকা শহরের গোড়াপত্তন হয়।

A
জাবেদ করিম
B
ফজলুল করিম
C
জাওয়াদুল করিম
D
মঞ্জুরুল করিম

Explanation

বাংলাদেশী বংশোদ্ভূত জাবেদ করিম ইউটিউবের তিন সহ-প্রতিষ্ঠাতার একজন। ২০০৫ সালে তিনি ইউটিউবে প্রথম ভিডিও ‘Me at the zoo’ আপলোড করেন।

A
ফেব্রুয়ারি ২০, ১৯৭৪
B
ফেব্রুয়ারি ২১, ১৯৭৪
C
ফেব্রুয়ারি ২২, ১৯৭৪
D
ফেব্রুয়ারি ২৩, ১৯৭৪

Explanation

১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি ওআইসি সম্মেলনের আগে পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এরপর বঙ্গবন্ধু লাহোরে ওআইসি সম্মেলনে যোগ দেন।

A
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
B
মােহাম্মদউল্লাহ
C
তাজউদ্দিন আহমদ
D
ক্যাপ্টেন এম মনসুর আলী

Explanation

১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদ নেতা নির্বাচিত হন। তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি এবং প্রথম রাষ্ট্রপতি।