৪২তম বিসিএস প্রিলিমিনারি - Read Mode

Browse questions and answers at your own pace

99 Total Questions
Back to Category
A
৩টি
B
৫ টি
C
৭ টি
D
৯টি

Explanation

১৭ ডিসেম্বর ২০২০ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে দুই দেশের মধ্যে ৭টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছিল।

A
চট্টগ্রাম
B
কলকাতা
C
লন্ডন
D
নিউইয়র্ক

Explanation

১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে 'The Concert for Bangladesh' অনুষ্ঠিত হয়। জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর এটি আয়োজন করেন।

A
ধীরে বহে মেঘনা
B
কলমিলতা
C
আবার তােরা মানুষ হ
D
হুলিয়া

Explanation

'হুলিয়া' তানভীর মোকাম্মেল পরিচালিত একটি বিখ্যাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধ ও তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তৈরি।

A
আর্টসাখ প্রজাতন্ত্র
B
নাগার্নো-কারাবাখ
C
ইয়েরেভান
D
নাকার্চভান ছিটমহল

Explanation

সেপ্টেম্বর ২০২০-এ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে 'নাগার্নো-কারাবাখ' অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। আন্তর্জাতিকভাবে এটি আজারবাইজানের অংশ হলেও আর্মেনীয়রা নিয়ন্ত্রণ করত।

A
১৯৯৫ সালে ডেনমার্কে
B
১৯৮৪ সালে বেলজিয়ামে
C
১৯৮৫ সালে লুক্সেমবার্গে
D
১৯৯৬ সালে হাঙ্গেরিতে

Explanation

১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন নামক স্থানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ইউরোপের দেশগুলোর মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল ও অবাধ চলাচলের সুযোগ তৈরি হয়।

A
২৪১
B
২৪৩
C
২৪৫
D
২৪৭

Explanation

ধারাটি একটি গুণোত্তর ধারা। ৩x৩=৯, ৯x৩=২৭, ২৭x৩=৮১। পরবর্তী পদটি হবে ৮১x৩ = ২৪৩।

A
1/2
B
1/5
C
2/5
D
5/2

Explanation

আমরা জানি, sec²A - tan²A = 1। বা, (secA + tanA)(secA - tanA) = 1। মান বসালে, (5/2)(secA - tanA) = 1। সুতরাং, secA - tanA = 2/5।

A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
চীন
D
ভারত

Explanation

প্রাচীন চীনে হান রাজবংশের সময় সর্বপ্রথম মেধাভিত্তিক সিভিল সার্ভিস পরীক্ষা পদ্ধতি চালু হয়। তাই চীনকে আধুনিক সিভিল সার্ভিসের সূতিকাগার বলা হয়।

A
B
C
১২
D
১৬

Explanation

বৃত্তের ক্ষেত্রফল ব্যাসের বর্গের সমানুপাতিক (Area ∝ d²)। ব্যাস ৪ গুণ বাড়লে ক্ষেত্রফল ৪² বা ১৬ গুণ বৃদ্ধি পাবে।

A
১৩ টি
B
১৫ টি
C
১৭টি
D
৩১ টি

Explanation

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-এর মোট লক্ষ্য বা গোল হলো ১৭টি। এর মেয়াদকাল ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত।