৪৬তম বিসিএস প্রিলিমিনারি - Read Mode

Browse questions and answers at your own pace

190 Total Questions
Back to Category
A
Megabytes per second
B
Megabits per second
C
Milibits per second
D
কোনোটিই নয়

Explanation

নেটওয়ার্ক স্পিডের ক্ষেত্রে ছোট হাতের 'b' মানে bits। তাই Mbps হলো Megabits per second। বড় হাতের 'B' হলে Bytes বোঝাত।

A
৫ জুন
B
১০ জুন
C
২০ জুন
D
২৫ জুন

Explanation

প্রতিবছর ২০ জুন বিশ্বব্যাপী ‘বিশ্ব শরণার্থী দিবস’ পালিত হয়। শরণার্থীদের অধিকার ও সুরক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে জাতিসংঘ এটি পালন করে।

A
রোম
B
ভিয়েনা
C
জেনেভা
D
পিটসবার্গ

Explanation

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর (UNODC) এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত। এটি অবৈধ মাদক ব্যবসা ও আন্তর্জাতিক অপরাধ দমনে কাজ করে।

A
১৯৭৪
B
২০১১
C
২০১৩
D
২০১৫

Explanation

১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়নে ২০১১ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রটোকল স্বাক্ষরিত হয়, যা ছিটমহল বিনিময়ের পথ সুগম করে।

A
ইরান
B
ইরাক
C
জর্ডান
D
সিরিয়া

Explanation

আলেপ্পো (Aleppo) সিরিয়ার একটি প্রাচীন ও ঐতিহাসিক শহর। এটি সিরিয়ার গৃহযুদ্ধের সময় ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়ে আলোচনায় আসে।

A
১০৫
B
১১৫
C
১২৫
D
১৩৫

Explanation

জি-৭৭ উন্নয়নশীল দেশগুলোর একটি জোট যা ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৩৫টি (যদিও নামটি জি-৭৭ রয়ে গেছে)।

A
টার্গেট ১.১
B
টার্গেট ১.২
C
টার্গেট ১.৩
D
টার্গেট ১.৪

Explanation

এসডিজির লক্ষ্য ১ (দারিদ্র্য বিলোপ) এর অধীন টার্গেট ১.২-এ জাতীয় সংজ্ঞা অনুযায়ী সকল মাত্রায় দারিদ্র্যের শিকার মানুষের সংখ্যা অন্তত অর্ধেকে নামিয়ে আনার কথা বলা হয়েছে।

A
চীন
B
জাপান
C
ডেনমার্ক
D
সুইডেন

Explanation

বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা (Global Development Initiative - GDI) এর প্রস্তাবক দেশ হলো চীন। এটি ২০২১ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রস্তাব করেন।

A
১৯৭২
B
১৯৭৩
C
১৯৭৪
D
১৯৭৫

Explanation

বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর সদস্যপদ লাভ করে। এটি ছিল জাতিসংঘের কোনো সংস্থার প্রথম সদস্যপদ।

A
সৌদি আরব
B
কুয়েত
C
ওমান
D
জর্দান

Explanation

বাংলাদেশের নারী শ্রমিকদের সবচেয়ে বড় শ্রমবাজার হলো সৌদি আরব। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যানুসারে অধিকাংশ নারী কর্মী গৃহকর্মী হিসেবে সেখানে যান।