বাংলা ভাষা, লিপি এবং মুদ্রন ব্যবস্থার ইতিহাস - Read Mode

Browse questions and answers at your own pace

48 Total Questions
Back to Category
A
খ্রিস্টীয় অষ্টম শতক
B
খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়
C
খ্রিস্টপূর্ব ৪০০ শতকে
D
খ্রিস্টীয় দ্বাদশ শতকে

Explanation

ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব ঘটে। তবে ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে এর উদ্ভবকাল সপ্তম শতক।

A
সপ্তম খ্রিস্টাব্দে
B
সপ্তম খ্রিস্টপূর্বাব্দে
C
খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে
D
খ্রিস্টীয় দ্বাদশ শতকে

Explanation

ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উদ্ভব হয়েছে সপ্তম খ্রিস্টাব্দে। প্রাচীনতম নিদর্শন চর্যাপদের ভাষা বিশ্লেষণ করে তিনি এই মত দেন।

A
দশম থেকে চতুর্দশ শতাব্দী
B
একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
C
দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
D
ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী

Explanation

বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল ধরা হয় দশম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত। এই সময়ের একমাত্র সাহিত্যিক নিদর্শন হলো চর্যাপদ, যা আদি বাংলা নির্দেশ করে।

A
ব্রাক্ষী
B
কুটীল
C
খরোষ্ঠী
D
নাগরী

Explanation

ব্রাহ্মী লিপি হলো প্রাচীন ভারতের একটি মৌলিক লিপি। ভারতের অধিকাংশ লিপির উদ্ভব হয়েছে এই ব্রাহ্মী লিপি থেকেই। এটি বাম দিক থেকে ডান দিকে লেখা হতো।

A
সংস্কৃত লিপি
B
চীনা লিপি
C
আরবি লিপি
D
ব্রাক্ষী লিপি

Explanation

বাংলা লিপির উদ্ভব হয়েছে প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপি থেকে কুটিল লিপি এবং পরে বিবর্তনের মাধ্যমে বাংলা লিপির বর্তমান রূপ তৈরি হয়।

A
১২৯৮ সালে
B
১৩৯৮ সালে
C
১৪৯৮ সালে
D
১৫৯৮ সালে

Explanation

পর্তুগিজরা ১৪৯৮ সালে উপমহাদেশে আসার পর তাদের হাত ধরেই মুদ্রণ প্রযুক্তির আগমন ঘটে। যদিও প্রথম ছাপাখানা ১৫৫৬ সালে গোয়ায় স্থাপিত হয় বলে জানা যায়।

A
১৯০০
B
১৮০০
C
১৯৫২
D
১৯৫৪

Explanation

১৮০০ সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলা মুদ্রণ যন্ত্রের ব্যাপক ব্যবহার শুরু হয়। এর আগে ১৭৭৮ সালে বাংলা অক্ষরের নকশা তৈরি করা হয়েছিল।

A
প্রথশ বাংলায় খ্রিস্টধর্ম প্রচার
B
প্রথম বাংলা মুদ্রণ
C
প্রথম বাংলায় সংস্কার কাজ
D
প্রথম বাংলা স্কুল

Explanation

শ্রীরামপুরের মিশনারীরা বাংলা মুদ্রণশিল্পের ইতিহাসে স্মরণীয়। ১৮০০ সালে উইলিয়াম কেরি ও তাঁর সহযোগীরা এখানে বাংলা ছাপাখানা স্থাপন করেছিলেন।

A
ঢাকায়
B
রাজশাহীতে
C
রংপুরে
D
যশোরে

Explanation

বাংলাদেশের ভূখণ্ডে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় রংপুরে। ১৮৪৭ সালে ‘রংপুর বার্তাবহ’ নামক পত্রিকা প্রকাশের উদ্দেশ্যে এই ছাপাখানাটি স্থাপন করা হয়।

A
ব্রাহ্মী ও খরোষ্ঠী
B
ব্রাহ্মী ও দেবনাগরী
C
ব্রাহ্ম ও কুটীল
D
ব্রাহ্মী ও তিব্বতী

Explanation

প্রাচীন ভারতে লিপি খোদাইয়ের দুটি প্রধান রূপ ছিল ব্রাহ্মী ও খরোষ্ঠী। ব্রাহ্মী লিপি বাম থেকে ডানে এবং খরোষ্ঠী লিপি ডান দিক থেকে বামে লেখা হতো।