বাংলা ভাষা, লিপি এবং মুদ্রন ব্যবস্থার ইতিহাস - Read Mode

Browse questions and answers at your own pace

48 Total Questions
Back to Category
A
সংস্কৃত থেকে
B
মাগধী প্রাকৃত থেকে
C
মহারাষ্ট্রীয় প্রাকৃত থেকে
D
শৌরসেনী থেকে

Explanation

ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। তবে ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে এর উৎস গৌড়ীয় প্রাকৃত।

A
ইন্দো-জার্মানীয়
B
বাল্টো-শ্লাভিয়ান
C
ইন্দো-ইরানীয়
D
ইন্দো-ইউরোপীয়

Explanation

বাংলা ভাষা মূলত ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের একটি শাখা হলো ইন্দো-ইরানীয়, যা থেকে বাংলা ভাষার ধারাটি এসেছে।

A
রাজেন্দ্রলাল মিত্র
B
সম্রাট কনিষ্ক
C
পাণিনি
D
শীলভদ্র

Explanation

খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে বিখ্যাত ব্যাকরণবিদ পাণিনি সংস্কৃত ব্যাকরণের নিয়ম-কানুন বা সূত্র নির্দিষ্ট করে দেন। তাঁর রচিত ব্যাকরণ বইয়ের নাম ‘অষ্টাধ্যায়ী’।

A
১৭০০ সালে
B
১৮৫০ সালে
C
১৮০০ সালে
D
১৯০০ সালে

Explanation

১৮০০ সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় এবং সেখানেই উইলিয়াম কেরি ও তাঁর সহযোগীদের প্রচেষ্টায় বাংলা মুদ্রণ যন্ত্র বা ছাপাখানা স্থাপিত হয়।

A
পাল আমলে
B
সেন আমলে
C
মৌর্য আমলে
D
মুসলমান আমলে

Explanation

মুসলমান সুলতানদের আমলেই সর্বপ্রথম সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল ‘বাঙ্গালা’ বা ‘বাংলা’ নামে একটি অখণ্ড ভূখণ্ড হিসেবে পরিচিতি লাভ করে।

A
খরোষ্ঠী লিপি
B
ব্রাক্ষী লিপি
C
কুটিল লিপি
D
উর্দু লিপি

Explanation

প্রাচীন ভারতের খরোষ্ঠী লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। অন্যদিকে ব্রাহ্মী লিপি লেখা হতো বাম দিক থেকে ডান দিকে।

A
১০০০ বছর
B
২০০০ বছর
C
২৫০০ বছর
D
২৭০০ বছর

Explanation

চর্যাপদকে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন ধরা হলে বাংলা ভাষার বয়স আনুমানিক ১০০০ বছর বা তার কিছু বেশি। এর জন্মকাল ৯০০ থেকে ১০০০ খ্রিস্টাব্দের মধ্যে।

A
হিন্দি ভাষা
B
বৈদিক ভাষা
C
উড়িয়া
D
অনার্য ভাষা

Explanation

বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত, যার মূল উৎস হলো বৈদিক বা প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তবে বাংলা ভাষায় অনার্য ভাষারও যথেষ্ট প্রভাব রয়েছে।