কম্পিউটার ও তথ্য প্রযুক্তি - Read Mode

Browse questions and answers at your own pace

629 Total Questions
Back to Category
A
অস্থায়ী মেমোরি
B
স্থায়ী মেমোরি
C
সহায়ক মেমোরি
D
হার্ডডিস্ক

Explanation

RAM (Random Access Memory) হলো কম্পিউটারের অস্থায়ী মেমোরি। কম্পিউটার বন্ধ করলে বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে এর ডেটা মুছে যায়।

A
ই-শপিং
B
ই-কমার্স
C
এম বিজনেস
D
মোবাইল বিজনেস

Explanation

ইন্টারনেট বা অনলাইন প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনা-বেচা এবং ব্যবসা পরিচালনা করাকে ই-কমার্স (E-Commerce) বা ইলেকট্রনিক কমার্স বলা হয়।

A
একটি
B
দুইটি
C
তিনটি
D
চারটি

Explanation

বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি অঙ্ক ব্যবহৃত হয়: ০ এবং ১। এই দুটি অঙ্ক দিয়েই কম্পিউটারের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়।

A
১৯৫৯
B
১৯৬৫
C
১৯৬৯
D
১৯৮১

Explanation

১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ARPANET চালু করে, যাকেই আধুনিক ইন্টারনেটের পূর্বসূরী হিসেবে গণ্য করা হয়।

A
লোহা
B
ব্রোঞ্জ
C
পানি
D
ইস্পাত

Explanation

লোহা (Iron) একটি মৌলিক পদার্থ কারণ একে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। পানি একটি যৌগিক পদার্থ (হাইড্রোজেন ও অক্সিজেন), ব্রোঞ্জ এবং ইস্পাত হলো সংকর ধাতু।

A
একট ক্ষতিকারক জীবাণু
B
একটি ক্ষতিকারক সার্কিট
C
একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স
D
একটি ক্ষতিকারক প্রোগ্রাম

Explanation

কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা প্রোগ্রাম যা কম্পিউটারের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায় এবং তথ্য নষ্ট করতে পারে।

A
ওয়াইম্যাক্স
B
সি-মস
C
ব্রডব্যান্ড
D
ব্লু-ট্রুথ

Explanation

ওয়াইম্যাক্স (WiMAX) হলো একটি তারবিহীন প্রযুক্তি যা দীর্ঘ দূরত্বে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদানে সক্ষম।

A
ই-মেইল
B
ইন্টারকম
C
ইন্টারনেট
D
টেলিকমিউনিকেশন

Explanation

এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদান এবং সংযুক্ত থাকার বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থাকে ইন্টারনেট (Internet) বলা হয়।

A
RAM
B
ROM
C
হার্ডওয়্যার
D
সফটওয়্যার

Explanation

ROM (Read Only Memory) হলো কম্পিউটারের স্থায়ী স্মৃতি বা মেমোরি। বিদ্যুৎ চলে গেলেও এখানকার তথ্য মুছে যায় না।

A
উইলিয়াম অটরেড
B
ব্লেইসি প্যাসকেল
C
হাওয়ার্ড এইকিন
D
আবাকাস

Explanation

যদিও চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়, আধুনিক ইলেকট্রনিক কম্পিউটারের আবিষ্কারক হিসেবে হাওয়ার্ড এইকিন (যিনি মার্ক-১ তৈরি করেন) এর নাম এই প্রশ্নে সঠিক উত্তর হিসেবে ধরা হয়েছে।