সাধারন বিজ্ঞান - Read Mode

Browse questions and answers at your own pace

1535 Total Questions
Back to Category
A
তামার দণ্ড ও দস্তার পাত
B
তামার পাত ও দস্তার পাত
C
কার্বন দণ্ড ও দস্তার কৌটা
D
তামার দণ্ড ও দস্তার কৌটা

Explanation

সাধারণ শুষ্ক কোষ বা ড্রাইসেলে অ্যানোড (ঋণাত্মক পাত) হিসেবে দস্তার (জিংক) কৌটা এবং ক্যাথোড (ধনাত্মক পাত) হিসেবে মাঝখানে একটি কার্বন দণ্ড ব্যবহার করা হয়।

A
মাঝে মাঝে পানির উপর নাক তুলে
B
পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
C
পটকার মধ্যে জমানো বাতাস হতে
D
পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে

Explanation

মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। পানিতে সামান্য পরিমাণে অক্সিজেন দ্রবীভূত থাকে। মাছ মুখ দিয়ে পানি গ্রহণ করে এবং ফুলকার মাধ্যমে সেই দ্রবীভূত অক্সিজেন শোষণ করে নেয়।

A
এতে বিদ্যুতের অপচয় কম হয়
B
পথে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
C
অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
D
প্রয়োজনমত ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়

Explanation

বিদ্যুৎ সঞ্চালনের সময় তারের রোধের কারণে কিছু বিদ্যুৎ তাপ হিসেবে নষ্ট হয় (সিস্টেম লস)। ভোল্টেজ বাড়ালে প্রবাহমাত্রা (Current) কমে যায়, ফলে তাপজনিত অপচয় (I²R) উল্লেখযোগ্যভাবে কমে যায়।

A
অক্সিজেন ও গ্লুকোজ
B
অক্সিজেন ও রক্তের আমিষ
C
ইউরিয়া ও গ্লুকোজ
D
এমাইনো এসিড ও CO 2

Explanation

দেহের প্রতিটি কোষে শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজ এবং তা পোড়ানোর জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। রক্ত সংবহনতন্ত্রের মাধ্যমে কোষগুলো রক্তের কৈশিক জালিকা থেকে এই অক্সিজেন ও গ্লুকোজ গ্রহণ করে।

A
তামা ও টিন
B
তামা ও দস্তা
C
তামা ও নিকেল
D
তামা ও সীসা

Explanation

পিতল বা ব্রাস (Brass) হলো তামা (Copper) এবং দস্তা বা জিঙ্কের (Zinc) মিশ্রণে তৈরি একটি সংকর ধাতু। অন্যদিকে কাঁসা বা ব্রোঞ্জ তৈরি হয় তামা ও টিনের মিশ্রণে।

A
মহাকর্ষ বলের জন্য
B
মাধ্যাকর্ষণ বলের জন্য
C
আমরা স্থির থাকার জন্য
D
পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের জন্য

Explanation

পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে সব বস্তুকে আকর্ষণ করে, যাকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল বলে। এই বলের মান ঘূর্ণনজনিত কেন্দ্রবিমুখী বলের চেয়ে অনেক বেশি, তাই আমরা ছিটকে না পড়ে ভূপৃষ্ঠে লেগে থাকি।

A
লাল, সবুজ, আসমানী
B
লাল, কমলা, বেগুনি
C
হলুদ, সবুজ, নীল
D
লাল, সবুজ, নীল

Explanation

আলোক বিজ্ঞানে মৌলিক বা প্রাথমিক রঙ হলো তিনটি: লাল (Red), সবুজ (Green) এবং নীল (Blue)। সংক্ষেপে এদের RGB বলা হয়। এই তিনটি রঙের আলো বিভিন্ন অনুপাতে মিশিয়ে অন্য যেকোনো রঙ তৈরি করা যায়।

A
তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে
B
তাপশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে
C
যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে
D
তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে

Explanation

বৈদ্যুতিক মোটর বিদ্যুৎ শক্তি ব্যবহার করে চাকা বা পাখা ঘোরায়, অর্থাৎ এটি তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে (ঘূর্ণন গতি) রূপান্তরিত করে। এর ঠিক বিপরীত কাজটি করে জেনারেটর বা ডায়নামো।

A
ভিটামিন এ
B
ভিটামিন সি
C
লৌহ
D
ক্যালসিয়াম

Explanation

কচুশাকে প্রচুর পরিমাণে লৌহ বা আয়রন থাকে। আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে এবং রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করে। এছাড়া এতে ভিটামিন 'এ' এবং ক্যালসিয়ামও থাকে।

A
এরা অনেক ছোট হয়
B
কাণ্ডে বায়ুকুঠুরী থাকে
C
এরা পানিতে জম্মে
D
পাতা অনেক কম থাকে

Explanation

জলজ উদ্ভিদের কাণ্ড ও টিস্যুর ভেতরে অনেক ফাঁপা জায়গা বা বায়ুকুঠুরী (Air sacks) থাকে যা বাতাস পূর্ণ থাকে। এতে উদ্ভিদের দেহ হালকা হয় এবং প্লবতা বাড়ে, ফলে তারা সহজেই পানিতে ভেসে থাকতে পারে।