সাধারন বিজ্ঞান - Read Mode

Browse questions and answers at your own pace

1535 Total Questions
Back to Category
A
মার্কিন যুক্তরাষ্ট্র
B
নিউজিল্যান্ড
C
বাহামা
D
সুইজারল্যান্ড

Explanation

নিউজিল্যান্ড বিশ্বের প্রথম দেশ যেখানে ১৮৯৩ সালে নারীরা জাতীয় নির্বাচনে ভোটাধিকার লাভ করেন।

A
নিম্নভূমি নিমজ্জিত হবে
B
ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
C
বৃষ্টিপাত কমে যাবে
D
বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে

Explanation

গ্রিন হাউস ইফেক্টের ফলে বৈশ্বিক উষ্ণায়ন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের উপকূলীয় নিম্নভূমি পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।

A
চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
B
এই রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
C
এই রোগ মানবদেহের কিডনি বিনষ্ট করে
D
ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এই রোগ হয়

Explanation

চিনি বা মিষ্টি জাতীয় খাবার বেশি খেলে সরাসরি ডায়াবেটিস হয় না। এটি মূলত ইনসুলিন হরমোনের অভাব বা অকার্যকারিতার কারণে হয়। তাই 'চিনি বেশি খেলে এ রোগ হয়' তথ্যটি বৈজ্ঞানিকভাবে পুরোপুরি সঠিক নয়।

A
গ্লিসারিন
B
ফিটকিরি
C
সোডিয়াম ক্লোরাইড
D
ক্যালসিয়াম কার্বনেট

Explanation

ক্যালসিয়াম কার্বনেট (CaCO3) বা চুনাপাথর পানিতে অদ্রবণীয়। সোডিয়াম ক্লোরাইড, গ্লিসারিন এবং ফিটকিরি পানিতে দ্রবণীয়।

A
এক কিলোওয়াট-ঘণ্টা
B
এক ওয়াট -ঘণ্টা
C
এক-কিলোওয়াট
D
এক ওয়াট

Explanation

বিদ্যুৎ বিলের এক ইউনিট মানে হলো ১ কিলোওয়াট-ঘণ্টা (1 kWh)। অর্থাৎ ১০০০ ওয়াট ক্ষমতার কোনো যন্ত্র ১ ঘণ্টা চললে যে শক্তি খরচ হয়।

A
রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
B
বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
C
উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
D
সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক

Explanation

প্রেসার কুকারের ভেতরে বাষ্পের চাপ বেড়ে যায়, ফলে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। বেশি তাপমাত্রায় পানি ফোটে বলে খাবার দ্রুত সিদ্ধ হয়।

A
বায়ুমণ্ডলীয় প্রতিসরণে
B
আলোর বিচ্ছুরণে
C
অপবর্তনে
D
দৃষ্টিভ্রমে

Explanation

দিগন্তের কাছে চাঁদকে বড় দেখানোর মূল কারণ বায়ুমণ্ডলীয় প্রতিসরণ এবং অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম। তবে অপশনে প্রতিসরণ থাকলে সেটিই বিজ্ঞানসম্মত কারণ।

A
সলসবেরি
B
রোডেসিয়া
C
জিবুতি
D
জায়ারে

Explanation

জিম্বাবুয়ের রাজধানী হারারের পূর্ব নাম ছিল সলসবেরি (Salisbury)। ১৯৮২ সালে জিম্বাবুয়ের স্বাধীনতার পর নাম পরিবর্তন করে হারারে রাখা হয়।

A
যান্ত্রিকশক্তিতে রূপান্তর
B
তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
C
বিদ্যুৎশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
D
তাপশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর

Explanation

তাপ ইঞ্জিন এমন একটি যন্ত্র যা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। যেমন পেট্রোল বা ডিজেল ইঞ্জিনে জ্বালানি পুড়িয়ে উৎপন্ন তাপ দিয়ে চাকা ঘোরানো হয়।

A
১৮৬৬
B
১৯৬৬
C
১৯৯৬
D
২০১৮

Explanation

৩১ জানুয়ারি ২০১৮ সালে 'সুপার ব্লু ব্লাড মুন' দেখা গিয়েছিল। এটি একই সাথে সুপারমুন, ব্লু মুন এবং পূর্ণ চন্দ্রগ্রহণের (ব্লাড মুন) এক বিরল ঘটনা ছিল।