আন্তর্জাতিক বিষয়াবলি - Read Mode

Browse questions and answers at your own pace

1918 Total Questions
Back to Category
A
ভারত
B
পাকিস্তান
C
মিয়ানমার
D
ভুটান

Explanation

ভারতের উত্তর-পূর্বাঞ্চালের সাতটি রাজ্যকে একত্রে 'সেভেন সিস্টার্স' বলা হয়। রাজ্যগুলো হলো—অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এরা ভৌগোলিকভাবে পরস্পর সংযুক্ত।

A
হেরোডোটাস
B
এরিস্টটল
C
ওয়াশিংটন
D
নিউইয়র্ক

Explanation

গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে 'ইতিহাসের জনক' বলা হয়। তিনি খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে গ্রিস ও পারস্যের যুদ্ধের ইতিহাস লিপিবদ্ধ করেন এবং 'হিস্টোরিয়া' শব্দটি প্রথম ব্যবহার করেন।

A
২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর
B
২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর
C
২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর
D
২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর

Explanation

২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে বিশ্বনেতারা টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) গ্রহণ করেন। এটি ২০৩০ সালের মধ্যে বিশ্বকে দারিদ্র্যমুক্ত ও উন্নত করার একটি পরিকল্পনা।

A
বেলজিয়াম
B
জাপান
C
জার্মানি
D
ইংল্যান্ড

Explanation

ওয়াটারলু যুদ্ধক্ষেত্রটি বেলজিয়ামে অবস্থিত। ১৮১৫ সালে এখানে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ব্রিটিশ এবং প্রুশিয়ান বাহিনীর হাতে চূড়ান্তভাবে পরাজিত হন, যার মাধ্যমে নেপোলিয়নিক যুদ্ধের অবসান ঘটে।

A
বাংলাদেশ
B
ভারত
C
পাকিস্তান
D
শ্রীলংকা

Explanation

২০২০ সালের এশিয়া কাপ আয়োজনের স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করা হয়েছিল। তবে করোনা মহামারীর কারণে টুর্নামেন্টটি স্থগিত হয় এবং পরবর্তীতে সময়সূচি ও ভেন্যু পরিবর্তিত হয়।

A
মোনাকো
B
বাংলাদেশ
C
ম্যাকাও
D
ভারত

Explanation

মোনাকো বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হলেও জনসংখ্যার ঘনত্বের দিক থেকে এটি বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই নগর রাষ্ট্রটির প্রতি বর্গকিলোমিটারে জনবসতি অত্যন্ত ঘন।

A
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তি নিকেতন
B
দিল্লির লোদি গার্ডেনে
C
পশ্চিমবঙ্গের পেট্টাপোলে
D
ত্রিপুরা রাজ্যের আগরতলায়

Explanation

২০১৮ সালের ২৫ মে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে 'বাংলাদেশ ভবন' উদ্বোধন করা হয়। এটি বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক মৈত্রীর প্রতীক।

A
সিডনি
B
মেলবোর্ন
C
ক্যানবেরা
D
ভিয়েনা

Explanation

ক্যানবেরা হলো অস্ট্রেলিয়ার রাজধানী। সিডনি ও মেলবোর্নের মধ্যকার দীর্ঘদিনের বিবাদ মেটাতে ১৯০৮ সালে ক্যানবেরাকে রাজধানী হিসেবে নির্বাচন করা হয়। এটি একটি পরিকল্পিত শহর।

A
জয়নুল আবেদিন
B
কাইয়ুম চৌধুরী
C
কামরুল হাসান
D
কবি শামসুর রাহমান

Explanation

বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটির ডিজাইনার হলেন পটুয়া কামরুল হাসান। মুক্তিযুদ্ধের সময় শিবনারায়ণ দাস যে পতাকা তৈরি করেছিলেন, দেশ স্বাধীনের পর কামরুল হাসান তা পরিমার্জন করে বর্তমান রূপ দেন।

A
নীলনদ
B
গঙ্গা
C
সিন্ধু
D
টেমস

Explanation

আফ্রিকা মহাদেশে অবস্থিত নীলনদ বিশ্বের দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য প্রায় ৬,৬৫০ কিলোমিটার। এটি ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন হয়ে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে।