আন্তর্জাতিক বিষয়াবলি - Read Mode

Browse questions and answers at your own pace

1918 Total Questions
Back to Category
A
ইরানে
B
তুরস্কে
C
জর্দানে
D
সিরিয়ায়

Explanation

ইস্তাম্বুল তুরস্কের বৃহত্তম শহর এবং সাংস্কৃতিক কেন্দ্র। এটি বসফরাস প্রণালীর দুই তীরে অবস্থিত, যার ফলে শহরটি এশিয়া ও ইউরোপ—উভয় মহাদেশে বিস্তৃত। এর পূর্ব নাম ছিল কনস্টান্টিনোপল।

A
মক্কায়
B
জেদ্দায়
C
আম্মানে
D
তেহরানে

Explanation

ওআইসি (OIC) বা ইসলামী সহযোগিতা সংস্থার সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। ১৯৬৯ সালে মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষার লক্ষ্যে এই সংস্থাটি গঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৭।

A
প্রণব মুখার্জি
B
নরেন্দ্র মোদি
C
রাহুল গান্ধী
D
মমতা ব্যানার্জি

Explanation

নরেন্দ্র মোদি হলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা। ২০১৪ সালে তিনি প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং পরবর্তীতে পুনর্নির্বাচিত হন।

A
United Nations Organisation
B
Universal Network Organisation
C
University of New Orleans
D
Union Of New Organisation

Explanation

UNO বলতে বুঝায় United Nations Organisation বা জাতিসংঘ। বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১৯৪৫ সালে এই আন্তর্জাতিক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। তবে সংক্ষেপে বর্তমানে একে শুধুই UN বলা হয়।

A
প্যারিস
B
লন্ডন
C
তেহরান
D
টোকিও

Explanation

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে বিশ্বনেতারা একটি ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন, যা 'প্যারিস চুক্তি' নামে পরিচিত। এর লক্ষ্য বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা।

A
লন্ডন
B
নিউইয়র্ক
C
প্যারিস
D
জেনেভায়

Explanation

জাতিসংঘের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত। ১৯৫২ সালে ম্যানহাটনে ইস্ট রিভারের তীরে এই সদর দপ্তরের ভবনটি নির্মাণ করা হয়, যা আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু।

A
১ মে
B
২১ ফেব্রুয়ারি
C
২৫ ডিসেম্বর
D
৬ জুন

Explanation

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য শহীদদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।

A
মার্গারেট থেসার
B
বরিস জনসন (২০১৯ - বর্তমান)
C
ডেভিড ক্যামেরন
D
টনি ব্লেয়ার

Explanation

২০১৯ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসন। তিনি ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বিচ্ছেদ কার্যকরে প্রধান ভূমিকা পালন করেন।

A
South Asian Association for Regional Co-operation
B
Special Asian Association for Regional Culture
C
South Asian Affairs for Regional Committee
D
South Asian Association for Rugby & Cricket

Explanation

SAARC-এর পূর্ণরূপ হলো South Asian Association for Regional Cooperation। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।

A
২০২০ সাল
B
২০২৫ সাল
C
২০৩০ সাল
D
২০৩৫ সাল

Explanation

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি (SDG) ২০৩০ সালের মধ্যে অর্জন করতে হবে। এতে মোট ১৭টি লক্ষ্য এবং ১৬৯টি সুনির্দিষ্ট টার্গেট রয়েছে যা বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন নিশ্চিত করবে।