সাহিত্য - Read Mode

Browse questions and answers at your own pace

1944 Total Questions
Back to Category
A
ইসমাইল হোসেন সিরাজী
B
নবাব ফয়জুন্নেসা চৌধুরানী
C
রোকেয়া সাখাওয়াত হোসেন
D
মোহাম্মদ নজিবুর রহমান

Explanation

‘অবরোধবাসিনী’ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি গ্রন্থ। এতে তিনি পর্দাপথার নামে নারীদের ওপর চাপিয়ে দেওয়া অযৌক্তিক বিধিনিষেধগুলো তুলে ধরেছেন।

A
গোবিন্দচন্দ্র দাস
B
জসীম উদদীন
C
সফিয়া কামাল
D
জীবনানন্দ দাশ

Explanation

এই পঙক্তিটি জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’ কবিতার অংশ। কবি মৃত্যুর পর আবার তাঁর প্রিয় জন্মভূমি বাংলায় ফিরে আসার আকুতি জানিয়েছেন।

A
কাঁটাতারে প্রজাপতি
B
পোকামাকড়ের ঘরবসতি
C
কালকেতু ও ফুল্লরা
D
নিরন্তর ঘণ্টাধ্বনি

Explanation

সেলিনা হোসেনের ‘পোকামাকড়ের ঘরবসতি’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে। এছাড়াও তাঁর ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাস অবলম্বনেও বিখ্যাত চলচ্চিত্র নির্মিত হয়েছে।

A
বিষের বাঁশী
B
অগ্নিবীণা
C
সর্বহারা
D
ছায়ানট

Explanation

কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ (১৯২২) এর অন্তর্গত। এই কবিতাটি তাঁকে ‘বিদ্রোহী কবি’ হিসেবে খ্যাতি এনে দেয়।

A
ঘন ঘন বৃষ্টি পড়ছে।
B
টিপ টিপ বৃষ্টি পড়ছে।
C
ফুলে ফুলে বৃষ্টি পড়ছে।
D
সারাদিন বৃষ্টি পড়ছে।

Explanation

‘টিপ টিপ বৃষ্টি পড়ছে’ বাক্যে ‘টিপ টিপ’ একটি ধন্যাত্মক শব্দ বা অব্যয়। এটি বৃষ্টির পড়ার মৃদু শব্দকে অনুকরণ করে গঠিত হয়েছে।

A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
B
রাজা রামমোহন রায়কে
C
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে
D
কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে

Explanation

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘বাংলা গদ্যের জনক’ বলা হয়। তিনি বাংলা গদ্যকে একটি সুশৃঙ্খল ও সাহিত্যিক রূপ দেন এবং যতি চিহ্নের প্রবর্তন করেন।

A
তুমি ভাই আমার কাজটি করে দিও তো।
B
তুমি আমার কাজটি করে দেবে তো?
C
আমি জানি তুমি কাজটি করে দেবে।
D
কাজটি করে না দিলে দুঃখ পাব কিন্তু।

Explanation

‘তুমি ভাই আমার কাজটি করে দিও তো’ বাক্যটিতে বক্তা বিনীতভাবে কাজটি করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। এখানে অনুজ্ঞার ‘অনুরোধ’ ভাবটি প্রকাশ পেয়েছে।

A
বিষাদসিন্ধু
B
মহাশ্মশান
C
ভ্রান্তিবিলাস
D
কথোপকথন

Explanation

‘বিষাদসিন্ধু’ মীর মশাররফ হোসেন রচিত একটি কালজয়ী উপন্যাস। কারবালার বিয়োগান্তক ঘটনা অবলম্বনে রচিত এই গ্রন্থটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ।

A
দুর্দিনের দিনলিপি
B
একাত্তরের ডায়রি
C
একাত্তরের স্মৃতি
D
একাত্তরের দিনগুলি

Explanation

‘একাত্তরের দিনগুলি’ শহীদ জননী জাহানারা ইমাম রচিত একটি ডায়েরিমূলক গ্রন্থ। এতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকার দিনলিপি ও তাঁর পরিবারের আত্মত্যাগের কথা বর্ণিত হয়েছে।

A
সারদামঙ্গল
B
মনসামঙ্গল
C
কেরামতমঙ্গল
D
বৃক্ষমঙ্গল

Explanation

‘মনসামঙ্গল’ মধ্যযুগের বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারার একটি অন্যতম প্রধান কাব্য। এটি দেবী মনসার পূজা ও মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে রচিত।