সাহিত্য - Read Mode

Browse questions and answers at your own pace

1944 Total Questions
Back to Category
A
সৈয়দ ওয়ালীউল্লাহ
B
শামসুর রহমান
C
জহির রায়হান
D
শহীদুল্লা কায়সার

Explanation

‘লালসালু’ উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ। ১৯৪৮ সালে প্রকাশিত এই উপন্যাসে তিনি গ্রামবাংলার ভণ্ড পীরদের ধর্ম ব্যবসার চিত্র এবং এর প্রভাবে সাধারণ মানুষের শোষিত হওয়ার দিকটি তুলে ধরেছেন।

A
জসীমউদদীন
B
নুরুল মোমেন
C
কাজী নজরুল ইসলাম
D
মুনীর চৌধুরী

Explanation

‘ঝিলিমিলি’ নাটকটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। ১৯৩০ সালে প্রকাশিত এই গ্রন্থে ‘ঝিলিমিলি’, ‘সেতুবন্ধ’ ও ‘শিল্পী’ নামে তিনটি ছোট নাটক সংকলিত হয়েছে।

A
প্রমথ চৌধুরী
B
রামমোহন রায়
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
রামনারায়ণ তর্করত্ন

Explanation

বাংলা গদ্যে প্রথম সার্থকভাবে যতিচিহ্নের ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাঁর ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭) গ্রন্থে তিনি যতিচিহ্নের প্রবর্তন করে বাংলা গদ্যকে সুশৃঙ্খল ও গতিশীল রূপ দেন।

A
বিসর্জন
B
অচলায়তন
C
ডাকঘর
D
বসন্ত

Explanation

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘বসন্ত’ গীতিনাট্যটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। ১৯২৩ সালে আলিপুর জেলে বন্দী থাকা অবস্থায় নজরুলকে তিনি এই নাটকটি উৎসর্গ করেন।

A
প্রতিবেশীর প্রতি ভালোবাসা
B
আত্মীয়ের প্রতি ভালোবাসা
C
দারিদ্র্যক্লিষ্ট জীবনের চিত্র
D
একাকীত্বের কথা

Explanation

চর্যাপদের এই চরণ দুটিতে প্রাচীন বাংলার দারিদ্র্যক্লিষ্ট জীবনের করুণ চিত্র ফুটে উঠেছে। টিলার ওপর ঘর, কোনো প্রতিবেশী নেই, হাড়িতে ভাত নেই তবুও নিত্য উপোস - এর মাধ্যমে চরম অভাবের কথা বলা হয়েছে।

A
গোবিন্দদাস
B
জ্ঞানদাস
C
বিদ্যাপতি
D
চণ্ডীদাস

Explanation

এই বিখ্যাত উক্তিটি মধ্যযুগের মানবতাবাদী কবি চণ্ডীদাসের। তিনি মানুষের মহত্ত্ব ও শ্রেষ্ঠত্ব প্রচার করেছেন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে সবার উপরে স্থান দিয়েছেন।

A
লুইপা
B
শবরপা
C
কাহ্নপা
D
ভুসুকুপা

Explanation

চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কাহ্নপা। তিনি মোট ১৩টি পদ রচনা করেন। লুইপা, ভুসুকুপা প্রমুখ পদকর্তাদের মধ্যে সংখ্যার বিচারে তাঁর পদসংখ্যাই সর্বাধিক।

A
সংস্কৃত লিপি
B
ব্রাহ্মী লিপি
C
চীনা লিপি
D
আরবি লিপি

Explanation

বাংলা লিপির উৎস হলো ব্রাহ্মী লিপি। প্রাচীন ভারতে প্রচলিত ব্রাহ্মী লিপির পূর্বী রূপ থেকে বিবর্তনের মাধ্যমে কালক্রমে বাংলা লিপির উদ্ভব হয়েছে।

A
শওকত ওসমান
B
সৈয়দ মুজতবা আলী
C
সৈয়দ ওয়ালী উল্লাহ
D
সৈয়দ শামসুল হক

Explanation

‘চাচা কাহিনী’ গ্রন্থের লেখক সৈয়দ মুজতবা আলী। এটি ১৯৫২ সালে প্রকাশিত একটি রম্যগল্প সংকলন, যেখানে লেখকের স্বভাবসুলভ হাস্যরস ও পাণ্ডিত্যের চমৎকার সংমিশ্রণ ঘটেছে।

A
৯০-১২০০ খ্রি.
B
১২০১-১৩৫০ খ্রি.
C
১২০১-১৮০০ খ্রি.
D
১৫০১-১৯০০ খ্রি.

Explanation

বাংলা সাহিত্যের মধ্যযুগ ধরা হয় ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কালকে। এর মধ্যে ১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দকে অন্ধকার যুগ এবং বাকি সময়কে মধ্যযুগের সুবর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়।