প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০১০ - ৩য় ধাপ - Read Mode

Browse questions and answers at your own pace

80 Total Questions
Back to Category
A
৭ টা
B
৫ টা
C
৮ টা
D
৩ টা

Explanation

৬ টির ক্রয়মূল্য ১ টাকা। ১ টির ক্রয়মূল্য ১/৬ টাকা। ২০% লাভে ১ টির বিক্রয়মূল্য = ১/৬ এর ১২০% = (১/৬ × ৬/৫) = ১/৫ টাকা। ১/৫ টাকায় বিক্রি করতে হবে ১ টি। ∴ ১ টাকায় বিক্রি করতে হবে ৫ টি।

A
কঠিন পদার্থ
B
তরল পদার্থ
C
বায়বীয় পদার্থ
D
মিশ্র পদার্থ

Explanation

পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তি গ্যাসীয় পদার্থে সবচেয়ে কম থাকে। তাই তাপ প্রয়োগ করলে গ্যাসীয় বা বায়বীয় পদার্থের অণুগুলো সবচেয়ে দ্রুত ও বেশি দূরে সরে যায়, অর্থাৎ বেশি প্রসারিত হয়।

A
You politely asked me if I would help you.
B
You politely asked to me if I would help you.
C
You politely asked me that whether I would help you.
D
You politely asked me that whether I would help you.

Explanation

Interrogative sentence এ 'Would.... please' থাকলে তা ভদ্রতা বা অনুরোধ বোঝায়। তাই reporting verb 'said to' এর পরিবর্তে 'politely asked' বসে। Inverted comma উঠে 'if' বসে। গঠন: Sub + politely asked + obj + if + sub + would...

A
চারগুণ
B
তিনগুণ
C
দ্বিগুণ
D
পাঁচগুণ

Explanation

ধরি, সরলরেখার দৈর্ঘ্য x। এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রফল x²। সরলরেখার অর্ধেক x/2। এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রফল (x/2)² = x²/4। অনুপাত = x² / (x²/4) = 4। অর্থাৎ, ৪ গুণ।

A
সদ্যজাত
B
সদেদআজাত
C
সদ্যোজাত
D
সদব্যজাত

Explanation

সঠিক বানানটি হলো 'সদ্যোজাত' (সদ্যঃ + জাত)। বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী অ-কারের পর বিসর্গ এবং পরে ঘোষ বর্ণ (জ) থাকলে বিসর্গ ও অ-কার মিলে ও-কার হয়। যেমন: সদ্যঃ + জাত = সদ্যোজাত।

A
at
B
for
C
from
D
of

Explanation

Admit of একটি phrase যার অর্থ 'অবকাশ থাকা' বা 'স্বীকৃতি পাওয়া'। বাক্যটির অর্থ 'তোমার আচরণের কোন অজুহাত খাটে না'। এখানে 'of' preposition টি সঠিক।

A
কমবে
B
বাড়বে
C
অপরিবর্তিত থাকবে
D
প্রথমে বাড়বে, পরে কমবে

Explanation

তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ ঘটে। যখন ছিদ্রযুক্ত কোনো ধাতব পাতকে উত্তপ্ত করা হয়, তখন ধাতব অংশটি বাইরের দিকে প্রসারিত হয়, ফলে ছিদ্রের ব্যাসও আনুপাতিক হারে বৃদ্ধি পায় বা বাড়ে।

A
২৫ টাকা
B
৫০ টাকা
C
৭৫ টাকা
D
১০০ টাকা

Explanation

১০০ টাকায় কমিশন ২.৫০ টাকা। ১ টাকায় কমিশন ২.৫০/১০০ টাকা। ২০০০ টাকায় কমিশন (২.৫০ × ২০০০) / ১০০ = ২.৫ × ২০ = ৫০ টাকা।

A
১৮৫৭ সালে
B
১৭৫৭ সালে
C
১৯৪৭ সালে
D
১৮৪৭ সালে

Explanation

১৮৫৭ সালে উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম বা সিপাহী বিপ্লব সংঘটিত হয়। মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরে এই বিদ্রোহের সূচনা করেন। এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বড় ধরনের সশস্ত্র প্রতিরোধ ছিল।

A
অভ্যন্তরীণ
B
অভ্যন্তরিণ
C
আভ্যন্তরীণ
D
অভ্যন্তরীন

Explanation

সঠিক বানান 'অভ্যন্তরীণ'। 'অভ্যন্তর' শব্দের সাথে 'ঈন' প্রত্যয় যুক্ত হয়ে শব্দটি গঠিত হয়েছে। বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী এই বানানটি সঠিক (ভ-এর পর য-ফলা এবং শেষে মূর্ধন্য-ণ)।