প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০১১ - ২য় ধাপ - Read Mode

Browse questions and answers at your own pace

80 Total Questions
Back to Category
A
দুই ভাগ
B
তিন ভাগ
C
চার ভাগ
D
পাঁচ ভাগ

Explanation

ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়: ১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ ২. প্লাইস্টোসিন কালের সোপানসমূহ এবং ৩. সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি।

A
৩০
B
৩৫
C
৪০
D
৫০

Explanation

শুধু ইংরেজিতে ফেল = ৪০-১৫ = ২৫%। শুধু গণিতে ফেল = ২৫-১৫ = ১০%। মোট ফেল = ২৫+১০+১৫ = ৫০%। সুতরাং, উভয় বিষয়ে পাশ = ১০০ - ৫০ = ৫০%।

A
৫৪
B
৫৬
C
৫৮
D
৬০

Explanation

নতুন সংখ্যা : ৬৪ = ৭ : ৮। বা, নতুন সংখ্যা/৬৪ = ৭/৮। সুতরাং, নতুন সংখ্যা = (৭ × ৬৪)/৮ = ৭ × ৮ = ৫৬। সঠিক উত্তর ৫৬।

A
রাশিয়া
B
অস্ট্রেলিয়া
C
চীন
D
কানাডা

Explanation

বর্তমানে এবং বিগত বেশ কয়েক বছর ধরে চীন বিশ্বের শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশ। ২০১১ সালের প্রেক্ষাপটেও চীন স্বর্ণ উৎপাদনে শীর্ষে ছিল।

A
১৯টি
B
৯টি
C
৮টি
D
১১টি

Explanation

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। প্রতিটি সেক্টরের নেতৃত্বে ছিলেন একজন সেক্টর কমান্ডার।

A
রাজশাহীতে
B
মহাস্থানগড়
C
ময়নামতি
D
পাহাড়পুর

Explanation

আনন্দ বিহার কুমিল্লা জেলার ময়নামতিতে লালমাই পাহাড়ে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। শ্রী আনন্দদেব এটি নির্মাণ করেন।

A
at
B
on
C
of
D
with

Explanation

'Approve of' একটি Appropriate Preposition যার অর্থ কোনো কিছুতে সম্মতি দেওয়া বা অনুমোদন করা। তাই সঠিক উত্তর 'of'।

A
I took my tea at 5 p.m.
B
He refused to help me.
C
Keep it on the table.
D
I saw him long before.

Explanation

সঠিক বাক্যটি হলো 'He refused to help me.'। Refuse-এর পর Infinitive (to + verb) বসে। অন্য বাক্যগুলোতে Grammatical ভুল রয়েছে।

A
পদ্মা
B
বুড়িগঙ্গা
C
ব্রহ্মপুত্র
D
মেঘনা

Explanation

যমুনা নদী গোয়ালন্দের নিকট পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। অর্থাৎ এটি পদ্মায় পতিত হয়েছে। এরপর মিলিত ধারা পদ্মা নামে প্রবাহিত হয়ে চাঁদপুরের কাছে মেঘনায় মিশেছে।

A
সবুজ সার
B
পটাস
C
টিএসপি
D
ইউরিয়া

Explanation

বাতাসের নাইট্রোজেন গ্যাস থেকে অ্যামোনিয়া এবং তা থেকে ইউরিয়া সার তৈরি করা হয়। ইউরিয়া সার উদ্ভিদের নাইট্রোজেনের অভাব পূরণ করে।