প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০১১ - ৩য় ধাপ - Read Mode

Browse questions and answers at your own pace

80 Total Questions
Back to Category
A
স্তব্ধ
B
গম্ভীর
C
অলৌকিক
D
অবাস্তব

Explanation

চপল অর্থ চঞ্চল বা অস্থির। এর বিপরীত শব্দ হলো গম্ভীর (যে শান্ত বা ধীরস্থির)। স্তব্ধ মানে নিশ্চুপ, অলৌকিক মানে লৌকিক নয় এমন।

A
সুইডেন
B
ফ্রান্স
C
নরওয়ে
D
কোনোটিই নয়

Explanation

নরওয়েকে 'নিশীথ সূর্যের দেশ' (Land of the Midnight Sun) বলা হয়। কারণ উত্তর মেরুর কাছে অবস্থিত হওয়ায় গ্রীষ্মকালে এখানে গভীর রাতেও সূর্য দেখা যায়।

A
এনোফিলিস
B
এডিস
C
কিউলেক্স
D
স্ত্রী এনোফিলিস

Explanation

ডেঙ্গু জ্বরের ভাইরাস বহন করে স্ত্রী এডিস (Aedes) মশা। এনোফিলিস ম্যালেরিয়া এবং কিউলেক্স গোদ রোগের জীবাণু বহন করে।

A
হাজী শরীয়তউল্লাহ
B
তিতুমীর
C
দুদু মিয়া
D
নবাব সলিমুল্লাহ

Explanation

হাজী শরীয়তউল্লাহ ফরায়েজী আন্দোলনের সূচনা করেন ধর্মীয় সংস্কার হিসেবে। কিন্তু তাঁর পুত্র দুদু মিয়া (মুহসীন উদ্দিন আহমদ) একে একটি শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক আন্দোলনে রূপদান করেন।

A
বহিঃকেন্দ্র
B
ভরকেন্দ্র
C
পরিকেন্দ্র
D
অন্তঃকেন্দ্র

Explanation

ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে মিলিত হয়, তাকে অন্তঃকেন্দ্র (Incenter) বলে। আর বাহুগুলোর লম্বসমদ্বিখণ্ডকগুলো যেখানে মিলিত হয়, তাকে পরিকেন্দ্র (Circumcenter) বলে। প্রদত্ত প্রশ্নে 'কোণের দ্বিখণ্ডক' বলা হয়েছে, তাই সঠিক উত্তর অন্তঃকেন্দ্র। (বি.দ্র. প্রশ্নে ভুলবশত পরিকেন্দ্র উত্তর দেওয়া থাকলে সঠিক অন্তঃকেন্দ্র হবে)

A
Let the sum done by me.
B
Let the sum being done by me.
C
Let the sum be done by me.
D
Let the sum do by me.

Explanation

Imperative sentence যা 'Let' দিয়ে শুরু হয়, তার Passive voice এর গঠন: Let + object + be + V3 + by + person. তাই সঠিক উত্তর: Let the sum be done by me.

A
অপরিবর্তীত থাকে
B
কমে যায়
C
বেশি হয়
D
প্রথমে কমে, পরে বাড়ে

Explanation

পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বাড়লে অভিকর্ষজ ত্বরণ (g) বা মাধ্যাকর্ষণ বল কমতে থাকে। তাই পৃথিবী থেকে যত উপরে ওঠা যায়, মাধ্যাকর্ষণ বল তত কমে যায়।

A
ভালমন্দ
B
বেয়াদব
C
পঞ্চনদ
D
দেশান্তর

Explanation

যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে এবং ব্যাসবাক্যের দরকার হয় না বা ব্যাসবাক্য করতে হলে অন্য পদের দরকার হয়, তাকে নিত্য সমাস বলে। যেমন: অন্য দেশ = দেশান্তর।

A
He requested to his friends that they should play then.
B
He proposed to his friends that they should play then.
C
He proposed to his friends that they would play then.
D
He proposed to his friends that we should play then.

Explanation

Direct speech-এ 'Let us' থাকলে Indirect speech-এ reporting verb 'proposed' হয় এবং 'should' বসে। Now পরিবর্তিত হয়ে Then হয়। সঠিক: He proposed to his friends that they should play then.

A
উপসর্গ
B
অনুসর্গ
C
সমাস
D
সন্ধি

Explanation

পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। যেমন: বিদ্যা + আলয় = বিদ্যালয়। সমাস হলো পদের মিলন, আর উপসর্গ শব্দের আগে বসে।