প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০১২ - ১ম ধাপ - Read Mode

Browse questions and answers at your own pace

81 Total Questions
Back to Category
A
শনিবার রাত্রি ১২টা
B
শনিবার সন্ধ্যা ৬টা
C
রবিবার সন্ধ্যা ৬টা
D
রবিবার দুপুর ১২টা

Explanation

পৃথিবী ১ ডিগ্রী ঘোরার জন্য সময় নেয় ৪ মিনিট। ৯০ ডিগ্রীর জন্য সময়ের পার্থক্য = ৯০ × ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘণ্টা। পূর্ব দিকে সময় বাড়ে। তাই, রবিবার সকাল ৬টা + ৬ ঘণ্টা = রবিবার দুপুর ১২টা।

A
Blank
B
Engaged
C
Busy
D
Employed

Explanation

Vacant অর্থ খালি বা শূন্য। Blank অর্থও খালি। Engaged ও Busy অর্থ ব্যস্ত এবং Employed অর্থ কর্মে নিয়োজিত। সুতরাং Vacant-এর সঠিক সমার্থক শব্দ Blank।

A
ক্যালসিয়াম কার্বনেট
B
সোডিয়াম ক্লোরাইড
C
চিনি
D
সালফিউরিক এসিড

Explanation

ক্যালসিয়াম কার্বনেট (CaCO₃) বা চুনাপাথর পানিতে অদ্রবণীয়। অন্যদিকে সোডিয়াম ক্লোরাইড (খাবার লবণ), চিনি এবং সালফিউরিক এসিড পানিতে সহজেই মিশে যায় বা দ্রবীভূত হয়।

A
ভিটামিন 'বি'
B
ভিটামিন 'সি'
C
ভিটামিন 'ডি'
D
ভিটামিন 'কে'

Explanation

ভিটামিন 'ডি' এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। এতে হাড় নরম ও দুর্বল হয়ে বেঁকে যায়। ভিটামিন বি-এর অভাবে বেরিবেরি, সি-এর অভাবে স্কার্ভি এবং কে-এর অভাবে রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়।

A
৩/২
B
৫/৩
C
৭/৪
D
৮/৫

Explanation

মোট অতিক্রান্ত দূরত্ব = যাওয়া ৩ মাইল + আসা ৩ মাইল = ৬ মাইল। মোট সময় = যাওয়ার ১ ঘণ্টা + আসার ৩ ঘণ্টা = ৪ ঘণ্টা। গড়বেগ = মোট দূরত্ব / মোট সময় = ৬/৪ = ৩/২ মাইল/ঘণ্টা।

A
আমিষ
B
শর্করা
C
স্নেহ
D
ভিটামিন

Explanation

রক্তের লোহিত কণিকায় থাকা হিমোগ্লোবিন মূলত একটি প্রোটিন বা আমিষ জাতীয় উপাদান। তাই খাদ্যের আমিষ উপাদান হিমোগ্লোবিন তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে। সাথে আয়রন বা লৌহ প্রয়োজন হয়।

A
২৫০ টি
B
২৭৫টি
C
৩০০টি
D
৩০৯টি

Explanation

১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের মোট আসন সংখ্যা ছিল ৩০৯টি। এর মধ্যে ২৩৭টি ছিল মুসলিম আসন এবং ৭২টি ছিল অমুসলিম বা সংরক্ষিত আসন।

A
১৯৪৭ সালে
B
১৯৫০ সালে
C
১৯৫৩ সালে
D
১৯৫৭ সালে

Explanation

রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯৫৩ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ।

A
৯ : ১
B
১ : ৯
C
১০ : ৯
D
৫ : ১

Explanation

সঞ্চয় = ৫০০০ - ৪৫০০ = ৫০০ টাকা। আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত = ৫০০০ : ৫০০ = ১০ : ১। কিন্তু অপশনে সঠিক উত্তর নেই। প্রদত্ত উত্তর '৯ : ১' মূলত ব্যয়ের (৪৫০০) সাথে সঞ্চয়ের (৫০০) অনুপাত। পরীক্ষার প্রশ্নে এমন অসঙ্গতি থাকলে প্রদত্ত উত্তরকেই সঠিক ধরা হয়।

A
পরিবহন
B
পরিচালন
C
বিকিরণ
D
এর কোনটিই নয়

Explanation

তাপ সঞ্চালনের দ্রুততম পদ্ধতি হলো বিকিরণ (Radiation)। এই পদ্ধতিতে জড় মাধ্যম ছাড়াই তাপ আলোর বেগে সঞ্চালিত হয়। সূর্য থেকে পৃথিবীতে তাপ এই পদ্ধতিতেই আসে।