প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০১২ - ২য় ধাপ - Read Mode

Browse questions and answers at your own pace

80 Total Questions
Back to Category
A
ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
B
টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
C
টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
D
রেডিও লাইনের সংযোগ সাধন হয়

Explanation

মোডেম (Modulator-Demodulator) ব্যবহার করে টেলিফোন লাইনের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেটের সংযোগ স্থাপন করা হয়।

A
খাগড়াছড়ি
B
বান্দরবান
C
রাঙ্গামাটি
D
কু মিল্লা

Explanation

রাঙ্গামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার—উভয় দেশের সীমান্ত রয়েছে।

A
Contemptible
B
Contempting
C
Contemption
D
Contemptable

Explanation

'Contempt' (ঘৃণা) শব্দটির Adjective হলো Contemptible (ঘৃণ্য)।

A
পূর্ব পদ
B
পর পদ
C
পর পদ
D
পর পদ

Explanation

কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম (এখানে পদ্ম বা পরপদই প্রধান)।

A
যমুনা নদী হতে
B
মেঘনা নদী হতে
C
পদ্মা নদী হতে
D
ব্রহ্মপুত্র নদী হতে

Explanation

শীতলক্ষ্যা নদী পুরাতন ব্রহ্মপুত্র নদ হতে উৎপন্ন হয়েছে। এটি নারায়ণগঞ্জের কাছে এসে ধলেশ্বরী নদীর সাথে মিলিত হয়েছে।

A
৬ ঘণ্টা
B
৪ ঘণ্টা
C
৩ ঘণ্টা
D
২ ঘণ্টা

Explanation

ধরি চৌবাচ্চাটির ধারণক্ষমতা ৬০ লিটার (১০, ১২, ১৫ এর লসাগু)। নল তিনটির ক্ষমতা যথাক্রমে ৬, ৫, ও ৪ লিটার/ঘণ্টা। একত্রে ১ ঘণ্টায় পূর্ণ করে ৬+৫+৪=১৫ লিটার। সম্পূর্ণ পূর্ণ হতে সময় লাগে ৬০/১৫ = ৪ ঘণ্টা। অর্ধেক পূর্ণ হতে সময় লাগবে ৪/২ = ২ ঘণ্টা।

A
ক্রিয়া
B
উপসর্গ
C
বিভক্তি
D
প্রত্যয়

Explanation

ধাতু বা শব্দের শেষে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে প্রত্যয় বলে।

A
ব্রিটেন
B
পর্তু গাল
C
হল্যান্ড
D
নেদারল্যান্ড

Explanation

ইন্দোনেশিয়া নেদারল্যান্ডস বা হল্যান্ড-এর উপনিবেশ ছিল। ১৯৪৫ সালে তারা স্বাধীনতা ঘোষণা করে এবং ১৯৪৯ সালে ডাচরা তা মেনে নেয়।

A
কর্তায় ষষ্ঠী
B
কর্তায় ২য়া
C
কর্তায় ৭মী
D
কর্তায় শূন্য

Explanation

এখানে 'পাগলে' শব্দটি বাক্যের কর্তা হিসেবে কাজ করছে (কে বলে? পাগলে বলে)। এবং 'পাগল' শব্দের সাথে 'এ' বিভক্তি যুক্ত আছে। তাই এটি কর্তায় ৭মী।

A
পাহাড়
B
গিরি
C
শিলা
D
শৈল

Explanation

পাহাড়, গিরি, শৈল - এগুলো সবই পর্বতের সমার্থক শব্দ। কিন্তু 'শিলা' অর্থ পাথর, যা পর্বতের উপাদান হতে পারে কিন্তু পর্বত নয়।