প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০১৩ - ১ম ধাপ - Read Mode

Browse questions and answers at your own pace

79 Total Questions
Back to Category
A
শুক্র
B
শনি
C
বৃহস্পতি
D
পৃথিবী

Explanation

সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। আয়তনে এটি পৃথিবীর চেয়ে প্রায় ১৩০০ গুণ বড়। একে গ্রহরাজ বলা হয়।

A
বায়ুর তাপ বৃদ্ধি করে
B
এসিড বৃষ্টিপাত ঘটায়
C
ওজোনস্তর ধ্বংস করে
D
কোনটি নয়

Explanation

সিএফসি (CFC) বা ক্লোরো ফ্লোরো কার্বন বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষতি করে। এর ফলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে চলে আসে।

A
বেগুনি
B
সবুজ
C
হলুদ
D
লাল

Explanation

বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাই প্রিজম বা মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় এর বিচ্যুতি বা প্রতিসরণ সবচেয়ে বেশি হয়। লালের প্রতিসরণ সবচেয়ে কম।

A
বেগুনি, হলুদ
B
লাল, নীল
C
নীল, সবুজ
D
বেগুনি ও লাল

Explanation

সাদা আলোকে বিশ্লিষ্ট করলে যে সাতটি রঙ পাওয়া যায় তার দুই প্রান্তে থাকে বেগুনি এবং লাল রঙ। তাই এদের প্রান্তীয় বর্ণ বলা হয়।

A
রোগ প্রতিরোধ করা
B
রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
C
অক্সিজেন পরিবহন করা
D
সবগুলোই হয়

Explanation

হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় থাকে। এর প্রধান কাজ হলো ফুসফুস থেকে অক্সিজেন দেহের বিভিন্ন কোষে পরিবহন করা এবং কিছু কার্বন ডাই-অক্সাইড ফেরত আনা।

A
২৮০ মি./ সেকেন্ড
B
শূন্য
C
৩৩২ মি./ সেকেন্ড
D
১১২০ ফুট/ সেকেন্ড

Explanation

শব্দ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। শূন্য মাধ্যমে কোনো মাধ্যম না থাকায় শব্দ চলাচল করতে পারে না, তাই বেগ শূন্য।

A
আগে পড়বে
B
পালকটি আগে পড়বে
C
উভয়টি একসাথে পড়বে
D
আদৌও পড়বে না

Explanation

গ্যালিলিও-এর সূত্র মতে, বিনা বাধায় (বায়ুশূন্য স্থানে) পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তাই পালক ও বল একসাথে পড়বে।

A
দাঁড়ানো
B
দৌড়ানো
C
বসা
D
শোয়া

Explanation

চাপ = বল/ক্ষেত্রফল। ক্ষেত্রফল যত বেশি হবে, চাপ তত কম হবে। শোয়া অবস্থায় শরীরের ক্ষেত্রফল সবচেয়ে বেশি থাকে, তাই চাপ সবচেয়ে কম পড়ে।

A
অক্ষাংশ
B
সুমেরু
C
কুমেরু
D
দ্রাঘিমাংশ

Explanation

মূল মধ্যরেখা (Prime Meridian) থেকে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ (Longitude) বলা হয়।

A
অবতল দর্পণ
B
সমতল দর্পণ
C
উত্তল দর্পণ
D
সবগুলোই হয়

Explanation

মোটর গাড়ির রিয়ার ভিউ মিরর হিসেবে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। কারণ উত্তল দর্পণে বস্তুর খর্বিত ও সোজা বিম্ব গঠিত হয় এবং এতে দৃষ্টির ক্ষেত্র অনেক প্রশস্ত থাকে।