প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০১৫-১ম ধাপ - Read Mode

Browse questions and answers at your own pace

80 Total Questions
Back to Category
A
৭.৫ সে. মি.
B
৬.৫ সে. মি.
C
৬ সে. মি.
D
৭ সে. মি.

Explanation

১ম ঘনকের আয়তন = ৩³ = ২৭, ২য় ঘনকের আয়তন = ৪³ = ৬৪, ৩য় ঘনকের আয়তন = ৫³ = ১২৫। মোট আয়তন = ২৭+৬৪+১২৫ = ২১৬ ঘন সে.মি.। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য = ∛২১৬ = ৬ সে.মি.।

A
১১০
B
১১৫
C
১১৭
D
১২০

Explanation

বাংলাদেশ সংবিধানের ১১৭ নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। এর মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিদের কর্ম সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা হয়।

A
দিল্লি
B
আগ্রা
C
ইয়াঙ্গুন
D
লাহোর

Explanation

শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পর মিয়ানমারের ইয়াঙ্গুনে (তৎকালীন রেঙ্গুন) নির্বাসন দেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

A
ইয়াসির আরাফাত
B
আনোয়ার সাদাত
C
নাগীব মাহফুজ
D
প্রফেসর আব্দুস সালাম

Explanation

মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান, যা মুসলিম হিসেবে প্রথম। পরবর্তীতে আবদুস সালাম (১৯৭৯) এবং অন্যান্যরা এই পুরস্কার লাভ করেন।

A
শুশ্রুষা
B
সুশ্রুষা
C
শুশ্রূষা
D
সুশ্রুসা

Explanation

শুদ্ধ বানানটি হলো 'শুশ্রূষা'। এর অর্থ রোগীর সেবা বা পরিচর্যা। সংস্কৃত 'শ্রূ' ধাতু থেকে শব্দটি গঠিত হয়েছে। বানানে তালব্য 'শ' এর সাথে হ্রস্ব 'ু' এবং শ্র-এর সাথে দীর্ঘ 'ূ' বসে।

A
পাউন্ড
B
ডলার
C
পেসো
D
ক্রোনা

Explanation

সুইডেনের মুদ্রার নাম 'ক্রোনা' (Krona)। সুইডেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও তারা ইউরো গ্রহণ করেনি। যুক্তরাজ্যে পাউন্ড, যুক্তরাষ্ট্রে ডলার এবং আর্জেন্টিনায় পেসো প্রচলিত।

A
৪৯৯৯
B
৫৫০১
C
৫০৫০
D
৫০০১

Explanation

১ থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2। এখানে n = ১০০। তাই যোগফল = ১০০(১০০ + ১)/২ = (১০০ × ১০১)/২ = ৫০ × ১০১ = ৫০৫০।

A
পারমানবিক জ্বালানী
B
পীট কয়লা
C
ফুয়েল সেল
D
সূর্য

Explanation

সূর্য বা সৌরশক্তি হলো নবায়নযোগ্য শক্তির উৎস কারণ এটি অফুরন্ত এবং বারবার ব্যবহার করা যায়। অন্যদিকে কয়লা, তেল বা গ্যাস অনবায়নযোগ্য কারণ এগুলো একবার শেষ হলে আর পাওয়া যায় না।

A
বর্ণ
B
শব্দ
C
অক্ষর
D
ধ্বনি

Explanation

ভাষার ক্ষুদ্রতম একক হলো 'ধ্বনি'। ধ্বনির লিখিত রূপকে বলা হয় 'বর্ণ'। আর অর্থবোধক ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ।

A
৬%
B
৪%
C
৫%
D
৭%

Explanation

২ বছরের সুদ = (৫০০ - ৪৬০) = ৪০ টাকা। ১ বছরের সুদ ২০ টাকা। ৩ বছরের সুদ ৬০ টাকা। আসল = ৪৬০ - ৬০ = ৪০০ টাকা। সুদের হার = (২০ × ১০০) / ৪০০ = ৫%।