প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০১৯-১ম ধাপ - Read Mode

Browse questions and answers at your own pace

80 Total Questions
Back to Category
A
৩৪৫ জন
B
৩৫০ জন
C
৩৫৫ জন
D
৩০০ জন

Explanation

বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০। এর মধ্যে ৩০০টি আসনে সরাসরি নির্বাচন হয় এবং ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকে।

A
বিচারপতি আবু সাইদ চৌধুরী
B
বিচারপতি এম এন হুদা
C
বিচারপতি এ বি সিদ্দীক
D
বিচারপতি আব্দুস সাত্তার

Explanation

১৯৭০ সালের পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুস সাত্তার।

A
Newly Development Bank
B
BRICS Development Bank
C
Developing Bank
D
New Development Bank

Explanation

ব্রিকস (BRICS) জোট কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম New Development Bank (NDB)। এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।

A
Mikhail Gorbachev
B
Nikita Khrushev
C
Nikolai Podgorny
D
Leonid Brezhnev

Explanation

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট (চেয়ারম্যান অফ প্রেসিডিয়াম) ছিলেন নিকোলাই পোদগর্নি (Nikolai Podgorny)।

A
৪ মিনিট
B
৫ মিনিট
C
২০ মিনিট
D
১ মিনিট

Explanation

পৃথিবী তার নিজ অক্ষে ২৪ ঘণ্টায় ৩৬০ ডিগ্রি ঘোরে। তাই ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় (২৪ ঘন্টা × ৬০ মিনিট / ৩৬০) = ৪ মিনিট।

A
শব্দশক্তি
B
তাপশক্তি
C
শব্দ ও তাপশক্তি
D
চু ম্বকশক্তি

Explanation

ঢেঁকিতে পাড় দিলে যান্ত্রিক শক্তি কাজ করে। ঘর্ষণ ও আঘাতের ফলে এই যান্ত্রিক শক্তি শব্দ শক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়।

A
পৃথিবীর কেন্দ্রে
B
বিষূব অঞ্চলে
C
মেরু অঞ্চলে
D
পাহাড়ের অঞ্চলে

Explanation

পৃথিবীর আকৃতি কিছুটা কমলালেবুর মতো চ্যাপ্টা হওয়ায় মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ কম। ফলে সেখানে অভিকর্ষজ ত্বরণ (g) এর মান সবচেয়ে বেশি এবং বস্তুর ওজনও সর্বোচ্চ হয়।

A
বাইট
B
DPI
C
পিক্সেল
D
হার্জ

Explanation

কম্পিউটারের মেমোরি পরিমাপের মৌলিক একক হলো বাইট (Byte)। ৮ বিটে ১ বাইট হয়। কিলোবাইট, মেগাবাইট ইত্যাদি বাইটেরই গুণিতক।

A
B
C
D

Explanation

৩টি সংখ্যার সমষ্টি = ৩×৬ = ১৮। ৪টি সংখ্যার সমষ্টি = ৪×৮ = ৩২। চতুর্থ সংখ্যাটি = ৩২ - ১৮ = ১৪। চতুর্থ সংখ্যার অর্ধেক = ১৪ ÷ ২ = ৭।

A
৩০
B
৭৫
C
৭০
D
৮৫

Explanation

ধরি শিক্ষার্থী সংখ্যা ক। প্রত্যেকে পায় ৩ক টি চকলেট। প্রশ্নমতে, ক × ৩ক = ২৭০০ বা, ৩ক² = ২৭০০ বা, ক² = ৯০০ সুতরাং ক = ৩০।