প্রত্যয় - Read Mode

Browse questions and answers at your own pace

198 Total Questions
Back to Category
A
√নন্দ + অন
B
√নন + অন
C
√নন + দোন
D
√নন্দি + অন

Explanation

‘নন্দন’ = নন্দি + অন। নন্দি ধাতুর সাথে অন প্রত্যয় যোগে নন্দন গঠিত হয়।

A
√ইশ + বর
B
√ঈশ্ + বর
C
√ঈস + বর
D
√ইস + বর

Explanation

‘ঈশ্বর’ = ঈশ্ + বর (বরচ্)। ঈশ্ মানে শাসন করা। যিনি শাসন করেন তিনি ঈশ্বর।

A
√উর + অন্ত
B
√ঊড় + অন্ত
C
√উর + আন্ত
D
√উড় + আন্ত

Explanation

‘উড়ন্ত’ = উড়্ + অন্ত। এটি বাংলা কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দ।

A
√প + অন
B
√পো + অন
C
√প + বন
D
√পো + বন

Explanation

‘পবন’ = পূ + অন (অনট)। পূ ধাতুর উ-কার গুণে ‘ও’ হয় এবং অন-এর প্রভাবে ‘অব’ হয় (পো + অন = পবন)।

A
ফেন + ঈল
B
ফন + ইল
C
ফেন + ইল
D
ফেন + ইলো

Explanation

‘ফেনিল’ = ফেন + ইল। এটি ‘ফেনাযুক্ত’ অর্থে ব্যবহৃত হয়।

A
লাঠি + এল
B
লাঠি + আল
C
লাঠি + ইয়াল
D
লাঠী + ইয়াল

Explanation

‘লেঠেল’ = লাঠি + আল (ইয়াল > এল)। যে লাঠি খেলে বা লাঠি ধারণ করে।

A
√সিচ + ক্ত
B
√সিচ্ + ক্ত
C
√শিচ্ + ক্ত
D
√শিচ + ইক্ত

Explanation

‘সিক্ত’ = সিচ্ + ক্ত। সিচ্ ধাতুর সাথে ক্ত প্রত্যয় যোগে সিক্ত গঠিত হয়।

A
শ্রু + √ধা + আ
B
শ্র + √ধা + আ
C
শ্রুৎ + √ধা + আ
D
শ্রৎ + √ধা + অ + আ

Explanation

‘শ্রদ্ধা’ = শ্রৎ + ধা + আ (অঙ)। শ্রৎ অব্যয়ের পর ধা ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে শ্রদ্ধা গঠিত হয়।

A
কৃৎ প্রত্যয়
B
তদ্ধিত প্রত্যয়
C
বাংলা কৃৎ প্রত্যয়
D
সংস্কৃত কৃৎ প্রত্যয়

Explanation

‘প্রচুর’ একটি বিশেষণ শব্দ (নাম শব্দ)। এর সাথে ‘য’ (ষ্ণ্য) প্রত্যয় যুক্ত হয়ে ‘প্রাচুর্য’ গঠিত হয়েছে। তাই এটি তদ্ধিত প্রত্যয়।

A
বিভক্তি
B
ধাতু
C
কৃত
D
প্রত্যয়

Explanation

ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে ধাতু বা ক্রিয়ামূল বলে।