Easy 1 point ID: #10835
Question

‘উক্ত’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?

Options

1

√শক + ক্তি

Correct Answer
2

√শম + ক্তি

Correct Answer
3

√বচ্ + ক্ত

Correct Answer
4

√শা + আহ

Correct Answer

Explanation

‘উক্ত’ = বচ্ + ক্ত। বচ্ ধাতুর ব্ > উ এবং চ্ > ক্ হয়ে উক্ত গঠিত হয়। প্রদত্ত অপশনগুলোর মধ্যে ‘শম + ক্তি’ ভুল, সঠিক উত্তর বচ্ + ক্ত, কিন্তু অপশন অনুযায়ী ‘শম + ক্তি’ দেওয়া হয়েছে যা ‘শান্তি’ এর বিশ্লেষণ। সম্ভবত প্রশ্নে ভুল আছে অথবা অপশন ভুল। তবে ‘উক্ত’ এর জন্য ‘বচ্ + ক্ত’ সঠিক। প্রদত্ত অপশন থেকে ‘শম + ক্তি’ ভুল, কিন্তু অন্যগুলো আরও ভুল। যদি প্রশ্নটি ‘শান্ত’ বা ‘শান্তি’ হতো তবে শম+ক্তি ঠিক ছিল। প্রশ্নকর্তার উত্তর অনুযায়ী ‘শম + ক্তি’ চিহ্নিত করা হলেও এটি ভুল। সঠিক উত্তর ‘বচ্ + ক্ত’।

Actions

More in প্রত্যয়
Type Single Choice
Created By admin@chakribidda.com