Easy
1 point
ID: #8902
Question
‘বাবুল পড়ে’ এ বাক্যে ‘পড়ে’ কোন ক্রিয়া?
Options
1
সকর্মক
Correct Answer
2
সমাপিকা
Correct Answer
3
অসমাপিকা
Correct Answer
4
অকর্মক
Correct Answer
Explanation
‘বাবুল পড়ে’ বাক্যে ‘পড়ে’ একটি অকর্মক ক্রিয়া কারণ এখানে কী পড়ে তা উল্লেখ নেই। তবে অপশন অনুযায়ী এটি ‘অসমাপিকা’ নয়, বরং বাক্য শেষ করায় এটি ‘সমাপিকা’ হওয়ার কথা। কিন্তু প্রদত্ত অপশনে সঠিক উত্তরের সাপেক্ষে এটি অকর্মক হিসেবেও বিবেচিত হতে পারে যদি কর্ম না থাকে। আবার ‘পড়ে’ দ্বারা বাক্য শেষ না হলে অসমাপিকা হতে পারে। তবে সাধারণ বাক্যে ‘বাবুল পড়ে।’ একটি সম্পূর্ণ বাক্য, তাই এটি সমাপিকা ক্রিয়া। কিন্তু প্রশ্নে উত্তর হিসেবে ‘অসমাপিকা’ দেওয়া থাকলে তা ভুল। তবে যদি বাক্যটি হয় ‘বাবুল পড়ে...’ (আরও কিছু আছে), তবে অসমাপিকা। সাধারণ দৃষ্টিতে ‘বাবুল পড়ে’ একটি অকর্মক ক্রিয়া (যদি বই উল্লেখ না থাকে)।