৩২তম বিসিএস প্রিলিমিনারি - Read Mode

Browse questions and answers at your own pace

100 Total Questions
Back to Category
A
৪৫
B
৫৫
C
৬২
D
৬৫

Explanation

ধারাটির পার্থক্য যথাক্রমে ২, ৩, ৪, ৫, ৬... এভাবে বাড়ছে। এটি n(n+1)/2 সূত্র মেনে চলে। ১০ম পদ = ১০(১০+১)/২ = ১১০/২ = ৫৫।

A
৫০%
B
২০%
C
৩০%
D
৩৩%

Explanation

ক্রয়মূল্য ১ টাকায় ৩টি এবং বিক্রয়মূল্য ১ টাকায় ২টি। লাভ = (বিক্রয় - ক্রয়)/ক্রয় × ১০০%। এখানে লাভ = (১/২ - ১/৩)/(১/৩) = ৫০%। অথবা সহজ সূত্র: (পণ্য পার্থক্য/বিক্রিত পণ্য) × ১০০ = (১/২) × ১০০ = ৫০%।

A
৩ গুণ
B
৯ গুণ
C
১২ গুণ
D
১৬ গুণ

Explanation

বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধের বা ব্যাসের বর্গের সমানুপাতিক। ব্যাস ৩ গুণ হলে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে ৩² = ৯ গুণ।

A
১৮০°
B
২৭০°
C
৩৬০°
D
৫৪০°

Explanation

১ মিনিটে বা ৬০ সেকেন্ডে ঘোরে ৯০ বার। ১ সেকেন্ডে ঘোরে ৯০/৬০ = ১.৫ বার। ১ বার ঘুরলে কোণ উৎপন্ন হয় ৩৬০°। সুতরাং, ১.৫ বারে ঘুরবে ১.৫ × ৩৬০° = ৫৪০°।

A
B
১২
C
১৪
D
১৫

Explanation

১২০ কে উৎপাদকে ভাঙলে পাই ৪ × ৫ × ৬ = ১২০। এখানে পরপর তিনটি সংখ্যা হলো ৪, ৫ এবং ৬। এদের যোগফল = ৪ + ৫ + ৬ = ১৫।

A
৬ মিটার
B
১০ মিটার
C
১৮ মিটার
D
১২ মিটার

Explanation

ধরি প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য x+4। পরিসীমা 2(x + x+4) = 32 বা, 4x + 8 = 32 বা, 4x = 24 বা, x = 6। অতএব, দৈর্ঘ্য = ৬+৪ = ১০ মিটার।

A
3-√2
B
√3-√2
C
√3+√2
D
√3+2

Explanation

লব ও হরকে (√6-2) দিয়ে গুণ করলে: উপরে √2(√6-2) = √12 - 2√2 = 2√3 - 2√2। নিচে (√6)² - 2² = 6-4=2। ২ দিয়ে ভাগ করলে থাকে √3 - √2।

A
4xy
B
2xy
C
6xy
D
8xy

Explanation

রাশিটিকে সাজালে পাই x² + y² + 16 - 8x - 8y। আমরা জানি (x+y-4)² = x²+y²+16+2xy-8x-8y। প্রদত্ত রাশিতে 2xy অনুপস্থিত। তাই 2xy যোগ করলে এটি পূর্ণবর্গ হবে।

A
সামান্তরিক
B
রম্বস
C
ট্রাপিজিয়াম
D
আয়তক্ষেত্র

Explanation

যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান্তরাল (AB||CD), কর্ণদ্বয় সমান (AC=BD) এবং একটি কোণ সমকোণ (90°), সেটি অবশ্যই একটি আয়তক্ষেত্র। সামান্তরিকের কর্ণ সমান হলে তা আয়তক্ষেত্র হয়।

A
১২/১৫
B
৫/৬
C
১১/১৪
D
১৭/২১

Explanation

ভগ্নাংশগুলোর মান: ১২/১৫ = ০.৮০, ৫/৬ ≈ ০.৮৩৩, ১১/১৪ ≈ ০.৭৮৫, ১৭/২১ ≈ ০.৮০৯। এখানে সবচেয়ে ছোট মান ০.৭৮৫, অর্থাৎ ১১/১৪ ক্ষুদ্রতম।