৩৯ তম বিসিএস প্রিলিমিনারি - Read Mode

Browse questions and answers at your own pace

200 Total Questions
Back to Category
A
আন্তর্জাতিক অভিবাসন নীতি
B
নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
C
অস্ত্র নিয়ন্ত্রণ
D
আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন

Explanation

‘ওয়াশিংটন কনসেনসাস’ হলো নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতিমালার একটি সেট। এটি উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশ্বব্যাংক ও আইএমএফ-এর সুপারিশকৃত অর্থনৈতিক সংস্কার নীতি।

A
১০ নং সেক্টর
B
১১ নং সেক্টর
C
৮ নং সেক্টর
D
৯ নং সেক্টর

Explanation

মুক্তিযুদ্ধের সময় ১০ নং সেক্টর গঠিত হয়েছিল নৌ-কমান্ড নিয়ে। এই সেক্টরের কোনো নিয়মিত কমান্ডার ছিল না এবং এটি দেশের অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলে অভিযান চালাত।

A
জুন ২২, ১৭৫৭
B
জুন ২৪, ১৭৫৭
C
জুন ২৩, ১৭৫৭
D
জুন ২৫, ১৭৫৭

Explanation

পলাশির যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালের ২৩ জুন। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন, যার ফলে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়।

A
ইইউ
B
ভারত
C
কানাডা
D
চীন

Explanation

প্রশ্নটি যুক্তরাষ্ট্রের রপ্তানি গন্তব্য নিয়ে। ঐতিহাসিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং কানাডা যুক্তরাষ্ট্রের বড় বাজার। প্রদত্ত অপশনে ইইউ (EU) একটি প্রধান বাজার।

A
প্রাচীন গ্রীস সময়কাল
B
প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল
C
১৬০০-১৮০০ সাল
D
প্রাচীন রোম শাসনকাল

Explanation

আধুনিক রাষ্ট্রব্যবস্থার উদ্ভব মূলত ১৬৪৮ সালের ওয়েস্টফালিয়া চুক্তির পর থেকে ধরা হয়। তাই ১৬০০-১৮০০ সাল সময়কালটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রধান সময়।

A
জেনেভা
B
ভিয়েনা
C
জেদ্দা
D
বাগদাদ

Explanation

১৯৬০ সালে ওপেক (OPEC) প্রতিষ্ঠার পর এর প্রথম সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়। পরে ১৯৬৫ সালে এটি অস্ট্রিয়ার ভিয়েনায় স্থানান্তরিত হয়।

A
হিলারি ক্লীন্টন
B
থেরেসা মে
C
এঞ্জেলা মার্কেল
D
শেখ হাসিনা

Explanation

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ সুরক্ষায় অসামান্য অবদানের জন্য ২০১৮ সালে জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ সম্মাননা ‘Champion of the Earth’ খেতাব পান।

A
১৪.৭৯ শতাংশ
B
১৬ শতাংশ
C
১২ শতাংশ
D
১৮ শতাংশ

Explanation

২০১৭-১৮ অর্থবছরের হিসেব অনুযায়ী বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান ছিল ১৪.৭৯ শতাংশ (প্রায়)। বর্তমানে এই হার আরও কমেছে।

A
ইউএম এন ও
B
বারিসান ন্যাশনাল
C
পাটি পেরিকাতান
D
পাকাতান-হারাপান

Explanation

২০১৮ সালে মাহাথির মোহাম্মদ ‘পাকাতান হারাপান’ (Pakatan Harapan) বা ‘অ্যালায়েন্স অফ হোপ’ নামক রাজনৈতিক জোটের নেতৃত্ব দিয়ে নির্বাচনে জয়ী হন।

A
১৯১১ সালে
B
১৯১২ সালে
C
১৯০৮ সালে
D
১৯০৯ সালে

Explanation

১৯১১ সালে রাজা পঞ্চম জর্জের দিল্লি দরবারে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয়। এর ফলে পূর্ব ও পশ্চিম বাংলা পুনরায় একত্রিত হয়। বঙ্গভঙ্গ হয়েছিল ১৯০৫ সালে।