৩৯ তম বিসিএস প্রিলিমিনারি - Read Mode

Browse questions and answers at your own pace

200 Total Questions
Back to Category
A
পূর্ব এশিয়া
B
মধ্য আমেরিকা
C
মধ্যপ্রাচ্য
D
পূর্ব আফ্রিকা

Explanation

মায়া সভ্যতা মধ্য আমেরিকায় (বর্তমান মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ ইত্যাদি) বিরাজমান ছিল। তারা জ্যোতির্বিদ্যা ও গণিতে অত্যন্ত উন্নত ছিল।

A
বাহরাইন
B
সংযুক্ত আরব আমিরাত
C
মিশর
D
কুয়েত

Explanation

২০১৭ সালের কাতার সংকটে সৌদি আরব, বাহরাইন, ইউএই ও মিশর সম্পর্ক ছিন্ন করেছিল। কিন্তু কুয়েত নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে।

A
নিউজ উইরুল (উইকস)
B
দি ইকনমিস্ট
C
টাইম
D
গার্ডিয়ান

Explanation

১৯৭১ সালের ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের ‘নিউজউইক’ (Newsweek) ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘Poet of Politics’ বা ‘রাজনীতির কবি’ বলে আখ্যায়িত করে।

A
৫০
B
৫১
C
৪৮
D
৪৯

Explanation

১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার সময় মূল সদস্য রাষ্ট্র ছিল ৫১টি। পোল্যান্ড সম্মেলনে উপস্থিত না থেকেও প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে স্বাক্ষর করে।

A
৭টি
B
৮টি
C
৫টি
D
৬টি

Explanation

বাংলাদেশের সংবিধানে বর্তমানে মোট ৭টি তফসিল রয়েছে। ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নতুন তফসিল যুক্ত করা হয়।

A
জলবায়ু উষ্ণতা প্রতিরোধ তহবিল গড়ি
B
প্লাস্টিক দূষণকে পরাজিত করি
C
সবুজ বিশ্ব গড়ে তুলি
D
জলবায়ু উষ্ণতাকে রুখে দেই

Explanation

২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল ‘Beat Plastic Pollution’ বা ‘প্লাস্টিক দূষণকে পরাজিত করি’।

A
৩৫ বছর
B
২৫ বছর
C
২০ বছর
D
৩০ বছর

Explanation

বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্য হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর। যেহেতু সংসদ সদস্যদের মধ্য থেকেই প্রধানমন্ত্রী হন, তাই প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়সও ২৫ বছর।

A
১৯৩৩
B
১৯৩৪
C
১৯৩১
D
১৯৩২

Explanation

অ্যাডলফ হিটলার ১৯৩৩ সালের ৩০ জানুয়ারি জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন। এর মাধ্যমেই নাৎসি জার্মানির উত্থান শুরু হয়।

A
অনুচ্ছেদ ২৩
B
অনুচ্ছেদ ২৪
C
অনু্চ্ছেদ ২১
D
অনুচ্ছেদ ২২

Explanation

বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে।

A
৭.৮০ শতাংশ
B
৮.০০ শতাংশ
C
৭.২৮ শতাংশ
D
৭.৬৫ শতাংশ

Explanation

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বা প্রক্ষেপণ ধরা হয়েছিল ৭.৮০ শতাংশ। এটি তৎকালীন অর্থনৈতিক লক্ষ্যমাত্রা ছিল।