৩৯ তম বিসিএস প্রিলিমিনারি - Read Mode

Browse questions and answers at your own pace

200 Total Questions
Back to Category
A
আন্তর্জাতিক অভিবাসন নীতি
B
নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
C
অস্ত্র নিয়ন্ত্রণ
D
আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন

Explanation

ওয়াশিংটন কনসেনসাস হলো ১০টি অর্থনৈতিক নীতিমালার সমষ্টি যা ১৯৮৯ সালে প্রবর্তিত হয়। এটি উন্নয়নশীল দেশগুলোর জন্য নয়া উদারতাবাদী অর্থনৈতিক সংস্কারের (Neo-liberal economic policy) রূপরেখা প্রদান করে।

A
১০ নং সেক্টর
B
১১ নং সেক্টর
C
৮ নং সেক্টর
D
৯ নং সেক্টর

Explanation

মুক্তিযুদ্ধের সময় ১০ নং সেক্টর ছিল নৌ-কমান্ডোদের অধীন। এই সেক্টরের নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমানা ছিল না; সমগ্র জলপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল এই সেক্টরের আওতাভুক্ত ছিল এবং নৌ-কমান্ডোরা এখান থেকেই অভিযান চালাতেন।

A
জুন ২২, ১৭৫৭
B
জুন ২৪, ১৭৫৭
C
জুন ২৩, ১৭৫৭
D
জুন ২৫, ১৭৫৭

Explanation

১৭৫৭ সালের ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা লর্ড ক্লাইভ ও মীর জাফরের ষড়যন্ত্রে পরাজিত হন, যার ফলে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়।

A
ইইউ
B
ভারত
C
কানাডা
D
চীন

Explanation

মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের অন্যতম বৃহত্তম বাজার হলো ইউরোপীয় ইউনিয়ন (EU)। তবে একক দেশ হিসেবে কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের বৃহত্তম রপ্তানি গন্তব্য। প্রশ্নে প্রদত্ত অপশন অনুযায়ী ইইউ সঠিক উত্তর।

A
প্রাচীন গ্রীস সময়কাল
B
প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল
C
১৬০০-১৮০০ সাল
D
প্রাচীন রোম শাসনকাল

Explanation

১৬৪৮ সালে ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমে আধুনিক জাতিরাষ্ট্র ব্যবস্থার (Modern Nation-State System) উদ্ভব ঘটে বলে মনে করা হয়। তাই ১৬০০-১৮০০ সাল সময়কালটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য।

A
জেনেভা
B
ভিয়েনা
C
জেদ্দা
D
বাগদাদ

Explanation

১৯৬০ সালে ওপেক (OPEC) গঠিত হওয়ার পর এর সদর দপ্তর প্রথমে সুইজারল্যান্ডের জেনেভায় স্থাপন করা হয়। পরবর্তীতে ১৯৬৫ সালে তা অস্ট্রিয়ার ভিয়েনায় স্থানান্তরিত হয়।

A
হিলারি ক্লীন্টন
B
থেরেসা মে
C
এঞ্জেলা মার্কেল
D
শেখ হাসিনা

Explanation

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে জাতিসংঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত করে।

A
১৪.৭৯ শতাংশ
B
১৬ শতাংশ
C
১২ শতাংশ
D
১৮ শতাংশ

Explanation

২০১৭-১৮ অর্থবছরের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান ছিল প্রায় ১৪.৭৯ শতাংশ। বর্তমানে শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধির সাথে সাথে কৃষি খাতের অবদানের হার কিছুটা হ্রাস পেয়েছে।

A
ইউএম এন ও
B
বারিসান ন্যাশনাল
C
পাটি পেরিকাতান
D
পাকাতান-হারাপান

Explanation

২০১৮ সালে মালয়েশিয়ার নির্বাচনে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোটের নাম ছিল ‘পাকাতান হারাপান’ (জোট অফ হোপ)। এই জোট নির্বাচনে ঐতিহাসিক জয়লাভ করে এবং তিনি পুনরায় প্রধানমন্ত্রী হন।

A
১৯১১ সালে
B
১৯১২ সালে
C
১৯০৮ সালে
D
১৯০৯ সালে

Explanation

তীব্র আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার মুখে ব্রিটিশ সরকার ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ বা বাতিল ঘোষণা করে। রাজা পঞ্চম জর্জ দিল্লি দরবারে এই ঘোষণা দেন, যার ফলে দুই বাংলা পুনরায় একত্রিত হয়।