৪৩তম বিসিএস প্রিলিমিনারি - Read Mode

Browse questions and answers at your own pace

191 Total Questions
Back to Category
A
5√3
B
52
C
5√2
D
2√5

Explanation

x = 2 + √3 (যেহেতু √4=2)। 1/x = 2 - √3। x + 1/x = 4। প্রদত্ত রাশি = (x+1/x)^3 - 3(x+1/x) = 4^3 - 3*4 = 64 - 12 = 52।

A
৯ ফুট
B
৮ ফুট
C
৫ ফুট
D
৪ ফুট

Explanation

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। ধরি উচ্চতা = h। ভূমি = 12। অতিভুজ (দড়ি) = 2h + 3। সুতরাং, (2h+3)^2 = h^2 + 12^2 => 4h^2 + 12h + 9 = h^2 + 144 => 3h^2 + 12h - 135 = 0 => h^2 + 4h - 45 = 0 => (h+9)(h-5)=0। h=5 (উচ্চতা ঋণাত্মক হয় না)।

A
০%
B
১০ – ১৫%
C
৩ – ৬%
D
১০০%

Explanation

সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলোক শক্তির খুব সামান্য অংশই রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারে। এর কার্যক্ষমতা বা দক্ষতা সাধারণত ৩% থেকে ৬% এর মধ্যে থাকে।

A
অ্যানােডে
B
ক্যাথােডে
C
অ্যানােড এবং ক্যাথােড উভয়টিতে
D
বর্ণিত কোনটিতেই নয়

Explanation

তড়িৎ বিশ্লেষণ কোষে বা গ্যালভানিক কোষে অ্যানোডে সর্বদা জারণ (Oxidation) ঘটে এবং ক্যাথোডে বিজারণ (Reduction) ঘটে। জারণ মানে ইলেকট্রন ত্যাগ।

A
প্যারাচুম্বক
B
ডায়াচুম্বক
C
ফেরােচুম্বক
D
অ্যান্টিফেরােচুম্বক

Explanation

পানি (Water) একটি ডায়াচুম্বক (Diamagnetic) পদার্থ। ডায়াচুম্বক পদার্থগুলো শক্তিশালী চুম্বক দ্বারা সামান্য বিকর্ষিত হয়। প্যারাম্যাগনেটিক বা ফেরোম্যাগনেটিক পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয়।

A
শূন্য
B
অসীম
C
অতিক্ষুদ্র
D
যে কোনাে মান

Explanation

একটি আদর্শ ভোল্টেজ উৎসের (Ideal Voltage Source) অভ্যন্তরীণ রোধ শূন্য (Zero) ধরা হয়, যাতে লোডের পরিবর্তন হলেও ভোল্টেজ স্থির থাকে। আদর্শ কারেন্ট উৎসের অভ্যন্তরীণ রোধ অসীম হয়।

A
হাইড্রোজেন
B
নাইট্রোজেন
C
মিথেন
D
ইথেন

Explanation

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন (CH4)। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ প্রায় ৯৫% থেকে ৯৯%। এটি একটি দাহ্য হাইড্রোকার্বন।

A
ফ্যাটি এসিড দিয়ে
B
সাইট্রিক এসিড দিয়ে
C
অ্যামিনাে এসিড দিয়ে
D
অক্সালিক এসিড দিয়ে

Explanation

প্রোটিন হলো অ্যামিনো এসিডের পলিমার। অনেকগুলো অ্যামিনো এসিড পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন অণু গঠন করে। জীবদেহে ২০ ধরনের অ্যামিনো এসিড দিয়ে প্রোটিন তৈরি হয়।

A
DNA
B
DNA + RNA
C
mRNA
D
RNA

Explanation

কোভিড-১৯ বা SARS-CoV-2 হলো একধরনের RNA ভাইরাস। এর জেনেটিক বস্তু হলো একসূত্রক আরএনএ (Single-stranded RNA)। করোনাভাইরাস পরিবারের সদস্যরা সাধারণত আরএনএ ভাইরাস হয়ে থাকে।

A
ডায়াস্টল
B
সিস্টল
C
ডায়াসিস্টল
D
উপরের কোনটিই নয়

Explanation

হৃৎপিণ্ডের বা হৃদযন্ত্রের সংকোচনকে বলা হয় সিস্টল (Systole) এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টল (Diastole)। এই সংকোচন-প্রসারণের মাধ্যমেই দেহে রক্ত সঞ্চালিত হয়।