৪৫তম বিসিএস প্রিলিমিনারি - Read Mode

Browse questions and answers at your own pace

200 Total Questions
Back to Category
A
B
C
D
π

Explanation

ব্যাস 12 cm হলে ব্যাসার্ধ r = 6 cm। বৃত্তচাপের দৈর্ঘ্য s = (rθπ)/180 = (6 × 60 × π) / 180 = 2π cm।

A
30°
B
60°
C
80°
D
90°

Explanation

বাহুগুলো a=1, b=2√2, c=3 ধরলে, a² + b² = 1 + 8 = 9 এবং c² = 9। যেহেতু অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান (পিথাগোরাস), তাই এটি সমকোণী ত্রিভুজ এবং বৃহত্তম কোণটি 90°।

A
1/2
B
1/3
C
3/10
D
7/10

Explanation

29 থেকে 38 পর্যন্ত মোট সংখ্যা ১০টি। এর মধ্যে মৌলিক সংখ্যা ৩টি (29, 31, 37)। সুতরাং মৌলিক হওয়ার সম্ভাবনা = 3/10।

A
96
B
120
C
24
D
144

Explanation

৫ অংকের সংখ্যার প্রথমে ০ বসতে পারে না। তাই প্রথম ঘরে ১, ২, ৩, ৪ এর যেকোনো একটি (৪টি উপায়)। বাকি ৪টি ঘরে অবশিষ্ট ৪টি অংক ৪! উপায়ে বসবে। মোট সংখ্যা = ৪ × ৪! = ৪ × ২৪ = ৯৬টি।

A
[Option Missing]
B
[Option Missing]
C
[Option Missing]
D
[Correct Matrix Form]

Explanation

মূল প্রশ্নে ম্যাট্রিক্সের মান উল্লেখ না থাকায় সমাধান দেখানো সম্ভব নয়। তবে সাধারণ নিয়মে ২×২ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে (1/det) × [adj] সূত্র ব্যবহার করা হয়। সঠিক উত্তরটি প্রশ্নের তথ্যের উপর নির্ভরশীল।

A
V ∝ T
B
PV = K
C
V ∝ n
D
P ∝ T

Explanation

স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ V ∝ T। এটিই চার্লসের সূত্র। PV = K বয়েলের সূত্র এবং P ∝ T গে-লুসাকের সূত্র।

A
পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতির
B
দেহ-কেন্দ্রিক ঘনকাকার
C
সংঘবদ্ধ-ঘনকাকার
D
সংঘবদ্ধ ষড়কৌণিক আকার

Explanation

সোডিয়াম ক্লোরাইড (NaCl) বা খাদ্য লবণের কেলাস গঠন ‘পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতির’ (Face-Centered Cubic বা fcc)। এতে প্রতিটি Na+ আয়ন ৬টি Cl- আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে।

A
SO₃
B
N₂O₅
C
NO
D
HNO₃

Explanation

যেসব দূষক উৎস থেকে সরাসরি বাতাসে নির্গত হয়, তাদের প্রাইমারি দূষক বলে। যেমন NO, CO, SO₂ ইত্যাদি। NO (নাইট্রিক অক্সাইড) একটি প্রাইমারি দূষক। SO₃, HNO₃ ইত্যাদি সেকেন্ডারি দূষক।

A
High pressure liquid chromatography
B
High power liquid chromatography
C
High plant liquid chromatography
D
High performance liquid chromatography

Explanation

HPLC এর পূর্ণরূপ হলো High Performance Liquid Chromatography। এটি রসায়নে মিশ্রণ থেকে উপাদান পৃথকীকরণ, শনাক্তকরণ এবং পরিমাণ নির্ণয়ে ব্যবহৃত একটি উন্নত প্রযুক্তি।

A
SiO₂
B
Na₂CO₃
C
Fe₂O₃
D
NaNO₃

Explanation

সিরামিক শিল্পের প্রধান কাঁচামাল হলো সিলিকা (SiO₂), যা বালি বা কোয়ার্টজ হিসেবে পাওয়া যায়। এছাড়া ফেল্ডস্পার এবং কাদামাটিও (clay) ব্যবহৃত হয়। তবে SiO₂ মূল গাঠনিক উপাদান।