সাধারন বিজ্ঞান - Read Mode

Browse questions and answers at your own pace

1535 Total Questions
Back to Category
A
ফ্যাটি এসিড
B
গ্লিসারিন
C
ডিটারজেন্ট
D
সোডা

Explanation

সাবানায়ন (Saponification) প্রক্রিয়ায় চর্বি বা তেলের সাথে ক্ষারের বিক্রিয়ায় সাবান উৎপন্ন হয় এবং উপজাত হিসেবে গ্লিসারিন তৈরি হয়। এই গ্লিসারিন প্রসাধনী শিল্পে ব্যবহৃত হয়।

A
পেপটাইডেস
B
লাইপেজ
C
অ্যামাইলেজ
D
পিত্ত

Explanation

প্রোটিনের পরিপাক শুরু হয় পাকস্থলীতে পেপসিন এনজাইম দ্বারা এবং ক্ষুদ্রান্ত্রে ট্রিপসিন, কাইমোট্রিপসিন ও কার্বক্সিপেপটাইডেস প্রভৃতি এনজাইম দ্বারা সম্পন্ন হয়।

A
লোহিত কণিকাকে
B
অনুচক্রিকা
C
শ্বেতকণিকা কে
D
ফুসফুসকে

Explanation

শ্বেত রক্তকণিকাকে (WBC) মানবদেহের প্রহরী বা সৈনিক বলা হয়। দেহে কোনো জীবাণু প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা সেগুলোকে ধ্বংস করে শরীরকে রোগমুক্ত রাখে।

A
১২
B
১৬
C
২০
D
২৪

Explanation

ধান গাছের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা ২৪টি (১২ জোড়া)। ক্রোমোজোম জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে। মানুষের ক্রোমোজোম সংখ্যা ৪৬টি।

A
বীজ নেই বলে
B
পরাগায়ন হয় না বলে
C
গর্ভাশয় নেই বলে
D
নিষেক ক্রিয়া হয় না বলে

Explanation

নগ্নবীজী উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না। নিষেকের পর গর্ভাশয়ই ফলে পরিণত হয়। যেহেতু এদের গর্ভাশয় নেই, তাই ফল হয় না এবং বীজগুলো নগ্ন অবস্থায় থাকে (যেমন সাইকাস, পাইনাস)।

A
টিটেনাস
B
উভয় রোগের
C
র‌্যাবিশ
D
কোনোটিই নয়

Explanation

প্রাকৃতিকভাবে সংক্রমিত কুকুরের লালায় যে র‍্যাবিস ভাইরাস থাকে তাকে 'স্ট্রিট ভাইরাস' বলা হয়। এটি জলাতঙ্ক বা র‍্যাবিস রোগ সৃষ্টির জন্য দায়ী।

A
কার্বন মনোক্সাইড
B
কার্বন ডাই অক্সাইড
C
হাইড্রোজেন সায়ানাইড
D
হাইড্রোক্লোরিক অ্যাসিড

Explanation

প্লাস্টিক বা পিভিসি পোড়ালে বিষাক্ত কার্বন মনোক্সাইড (CO) এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। এটি পরিবেশ ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

A
স্যাকুলাস
B
অর্গান অফ কর্টি
C
ইউটিকুলাস
D
মেমব্রেনাস

Explanation

অন্তঃকর্ণের ভেস্টিবুলার অ্যাপারেটাস দেহের ভারসাম্য রক্ষা করে। এর মধ্যে ইউট্রিকুলাস (Utriculus) ও স্যাকুলাস অন্যতম। কান শুধু শোনার কাজই করে না, ভারসাম্যও বজায় রাখে।

A
সেরেব্রাম
B
থ্যালামাস
C
সেরেবেলাম
D
হাইপোথ্যালামাস

Explanation

সেরেবেলাম (Cerebellum) বা লঘুমস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের অংশ, এটি দেহের ভারসাম্য ও পেশি টান নিয়ন্ত্রণ করে। সেরিব্রাম ও থ্যালামাস অগ্র মস্তিষ্কের অংশ।

A
ভোল্ট
B
জুল
C
ওয়াট
D
আম্পিয়ার

Explanation

বিদ্যুৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার (Ampere)। ভোল্ট হলো বিভব পার্থক্যের একক এবং ওয়াট হলো ক্ষমতার একক।