সাধারন বিজ্ঞান - Read Mode

Browse questions and answers at your own pace

1535 Total Questions
Back to Category
A
ধমনীর ভিতর
B
শিরার ভিতর
C
স্নায়ুর ভিতর
D
নাসিকা নালীর ভিতর

Explanation

হৃৎপিণ্ডের সংকোচনের ফলে ধমনীর মধ্য দিয়ে রক্ত প্রবাহের যে ঢেউ সৃষ্টি হয় তা নাড়ীর স্পন্দন বা পালস হিসেবে অনুভূত হয়। এটি ধমনীতে দেখা যায়।

A
Ads increment 1
B
ক্রোমোজোম
C
নিউক্লিয়াস
D
নিউক্লিওলাস

Explanation

ক্রোমোজোম জীবের বংশগতির ধারক ও বাহক। এর ভেতরে থাকা ডিএনএ এবং জিন বাবা-মায়ের বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে স্থানান্তর করে।

A
নিউরন
B
নেফ্রন
C
পেসমেকার
D
হেপাটোসাইট

Explanation

বৃক্ক বা কিডনির গঠন ও কাজের একক হলো নেফ্রন (Nephron)। প্রতিটি কিডনিতে প্রায় ১০-১২ লক্ষ নেফ্রন থাকে যা মূত্র তৈরি করে।

A
ইনফেকশন
B
ফ্লোরা
C
টক্সিন
D
প্যাথজেনিক

Explanation

রোগ সৃষ্টিকারী অণুজীবদের প্যাথোজেনিক (Pathogenic) বলা হয়। এরা দেহে প্রবেশ করে টক্সিন নিঃসরণ বা কোষ ধ্বংসের মাধ্যমে রোগ সৃষ্টি করে।

A
চোখ
B
মস্তিষ্ক
C
যকৃত
D
কিডনি

Explanation

হেপাটিক পোর্টাল শিরা পরিপাকতন্ত্র থেকে শোষিত খাদ্যরসযুক্ত রক্ত সরাসরি হৃৎপিণ্ডে না নিয়ে যকৃৎ বা লিভারে নিয়ে যায়। সেখানে বিপাক ক্রিয়ার পর তা দেহে ছড়িয়ে পড়ে।

A
ভিটামিন-A
B
ভিটামিন-E
C
ভিটামিন-B
D
ভিটামিন-D

Explanation

ভিটামিন 'বি' কমপ্লেক্স এবং ভিটামিন 'সি' পানিতে দ্রবণীয়। অন্যদিকে ভিটামিন এ, ডি, ই এবং কে ফ্যাটে বা চর্বিতে দ্রবণীয়।

A
এড্রেনাল
B
থাইরয়েড
C
পিটুইটারি
D
থাইমাস

Explanation

পিটুইটারি গ্রন্থি (Pituitary Gland) কে 'প্রভু গ্রন্থি' বা 'গ্রন্থির রাজা' বলা হয়। কারণ এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে।

A
টায়ালিন
B
লাইপেজ
C
এমাইলেজ
D
ট্রিপসিন

Explanation

ট্রিপসিন (Trypsin) হলো অগ্ন্যাশয় থেকে নিঃসৃত একটি এনজাইম যা ক্ষুদ্রান্ত্রে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্যকে ভেঙে সরল উপাদানে পরিণত করতে সাহায্য করে।

A
ফিমার
B
টিবিয়া
C
স্টেপস
D
রেডিয়াস

Explanation

মানবদেহের সবচেয়ে বড় ও শক্ত হাড় হলো ফিমার (Femur), যা উরুর হাড়। আর সবচেয়ে ছোট হাড় হলো কানের স্টেপিস।

A
RNA Virus
B
DNA Virus
C
ব্যাকটেরিয়া
D
ছত্রাক

Explanation

COVID-19 সৃষ্টিকারী ভাইরাস SARS-CoV-2 হলো একটি RNA ভাইরাস। এর জেনেটিক উপাদান হলো রাইবোনিউক্লিক এসিড (RNA)।