প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০১৮-৩য় ধাপ - Read Mode

Browse questions and answers at your own pace

80 Total Questions
Back to Category
A
১৪ ডিসেম্বর ১৯৭১
B
১৭ এপ্রিল ১৯৭১
C
১৬ ডিসেম্বর ১৯৭১
D
২৫ মার্চ ১৯৭১

Explanation

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে। তাই ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

A
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
B
দি ইউনিভাসির্টি প্রেস লি।
C
বাংলা একাডেমি
D
মুক্তিযুদ্ধ জাদুঘর

Explanation

বাংলাপিডিয়া হলো বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ। ২০০৩ সালে ১০ খণ্ডে এটি প্রথম প্রকাশিত হয়। এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রকাশিত হয়েছে।

A
সম্পুরক শুল্ক
B
টোল ও লেভি
C
বাণিজ্য শুল্ক
D
মূল্য সংযোজন কর

Explanation

সরকারের রাজস্ব আয়ের দুটি উৎস: কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব। টোল ও লেভি হলো কর বহির্ভূত রাজস্ব। অন্যদিকে ভ্যাট, সম্পূরক শুল্ক, আবগারি শুল্ক ইত্যাদি কর রাজস্বের অন্তর্ভুক্ত।

A
কু মিল্লা
B
নওগাঁ
C
নাটোর
D
ঢাকা

Explanation

কুসুম্বা মসজিদ নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত। এটি সুলতানি আমলের একটি চমৎকার স্থাপত্য নিদর্শন। ১৫৫৮ সালে সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের শাসনামলে এটি নির্মিত হয়।

A
নাটোর
B
বগুড়া
C
রংপুর
D
রাজশাহী

Explanation

উত্তরা গণভবন নাটোর জেলায় অবস্থিত। এটি মূলত দিঘাপতিয়া রাজবাড়ি ছিল, যা পরবর্তীতে ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন।

A
১১ টি
B
৮ টি
C
৭ টি
D
১০ টি

Explanation

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এছাড়া ৬৪টি সাব-সেক্টর ছিল। ১০নং সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না।

A
মৎস্য চাষ
B
মৌমাছি চাষ
C
হাঁস মুরগি পালন
D
রেশম চাষ

Explanation

পিসিকালচার (Pisciculture) হলো মৎস্য চাষ বা মাছ চাষ বিষয়ক বিদ্যা। সেরিকালচার হলো রেশম চাষ, এপিকালচার হলো মৌমাছি পালন এবং পোল্ট্রি ফার্মিং হলো হাঁস-মুরগি পালন।

A
Computer processing unit
B
Central power unit
C
Computer power unit
D
Central processing unit

Explanation

CPU এর পূর্ণরূপ হলো Central Processing Unit। একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। এটি কম্পিউটারের যাবতীয় গাণিতিক ও যৌক্তিক কাজ সম্পাদন করে।

A
নাইজেরিয়া
B
তিউনিসিয়া
C
আলজেরিয়া
D
আলবেনিয়া

Explanation

আলবেনিয়া ইউরোপ মহাদেশের বলকান অঞ্চলের একটি দেশ। অন্যদিকে নাইজেরিয়া, তিউনিসিয়া এবং আলজেরিয়া আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত দেশ। তাই সঠিক উত্তর আলবেনিয়া।

A
সুইডেন
B
রাশিয়া
C
জাপান
D
যুক্তরাষ্ট্র

Explanation

জি-৮ (বর্তমানে জি-৭) হলো শিল্পোন্নত দেশগুলোর জোট। সুইডেন এই জোটের সদস্য নয়। ২০১৪ সালে রাশিয়াকে বাদ দেয়ায় এটি জি-৭ এ পরিণত হয়। সদস্য দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপান।