২১তম বিসিএস প্রিলিমিনারি - Read Mode

Browse questions and answers at your own pace

100 Total Questions
Back to Category
A
২৬ টি
B
২২ টি
C
২১ টি
D
৫ টি

Explanation

বর্তমানে বাংলাদেশে বিসিএস ক্যাডারের সংখ্যা ২৬টি। এর আগে ক্যাডার সংখ্যা ছিল ২৭টি, তবে ২০১৮ সালে ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সাথে একীভূত করায় সংখ্যাটি ২৬-এ নেমে আসে।

A
২৫
B
২৮
C
৪০
D
৪২

Explanation

সংবিধানের ২৮(৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন করতে পারে। ২৮ অনুচ্ছেদ মূলত ‘ধর্ম, বর্ণ ইত্যাদি কারণে বৈষম্য’ সম্পর্কিত।

A
প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ
B
প্রধান বিচারপ্রতি নিয়োগ
C
অডিটর জেনারেল নিয়োগ
D
পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ

Explanation

সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি কেবল প্রধানমন্ত্রী নিয়োগ ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কাজ করতে পারেন।

A
জরুরি অবস্থা ঘোষণা
B
মহিলাদের জন্য সংসদের আসন সংরক্ষণ
C
সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা
D
৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান

Explanation

১৯৭৩ সালে প্রথম সংশোধনী আনা হয় যার উদ্দেশ্য ছিল যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করা। এর মাধ্যমে ৯৩ হাজার পাকিস্তানি যুদ্ধবন্দির বিচারের পথ সুগম করার প্রচেষ্টা ছিল।

A
১২৫৫ খ্রিস্টাব্দে
B
১৬১০ খ্রিস্টাব্দে
C
১৯০৫ খ্রিস্টাব্দে
D
১৯৪৭ খ্রিস্টাব্দে

Explanation

১৬১০ খ্রিস্টাব্দে সুবেদার ইসলাম খান চিশতি রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন এবং ঢাকার নাম দেন ‘জাহাঙ্গীরনগর’। এটিই ছিল ঢাকার প্রথম রাজধানী হওয়ার ঘটনা।

A
৭৫ টি
B
৫৯ টি
C
৫০ টি
D
৪৫ টি

Explanation

যমুনা বঙ্গবন্ধু সেতুর (৪.৮ কিমি) মোট পিলার সংখ্যা ৫০টি এবং স্প্যান সংখ্যা ৪৯টি। এটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলাকে সংযুক্ত করেছে।

A
৯০ জন
B
৭৫ জন
C
৬০ জন
D
৫০ জন

Explanation

সংবিধানের ৭৫ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদের বৈঠকে কমপক্ষে ৬০ জন সদস্য উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হয়। কোরাম না থাকলে অধিবেশন মুলতবি বা স্থগিত করতে হয়।

A
৩২০ একর
B
২১৫ একর
C
১৮৫ একর
D
১২২ একর

Explanation

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন ঢাকার শেরেবাংলা নগরে ২১৫ একর জমির ওপর অবস্থিত। এটি বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন আইনসভা ভবন।

A
মাজহারুল হক
B
লুই আই কান
C
এফ আর খান
D
নভেরা আহমেদ

Explanation

জাতীয় সংসদ ভবনের স্থপতি হলেন বিশ্ববিখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান। তিনি এস্তোনিয়ান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ছিলেন।

A
২১ জানুয়ারি ১৯৯১
B
২২ ফেব্রুয়ারি ১৯৯২
C
২৭ মার্চ ১৯৯৬
D
২৮ এপ্রিল ১৯৯৭

Explanation

১৯৯৬ সালের ২৭ মার্চ ষষ্ঠ জাতীয় সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। (যদিও পরে পঞ্চদশ সংশোধনীতে তা বাতিল হয়)।