৩০তম বিসিএস প্রিলিমিনারি - Read Mode

Browse questions and answers at your own pace

100 Total Questions
Back to Category
A
৮৯
B
৭০
C
১৭০
D
১৪২

Explanation

১২, ১৮, ২৪ এর ল.সা.গু ৭২। প্রশ্নে বলা হয়েছে ২ যোগ করলে বিভাজ্য হবে, তাই নির্ণেয় সংখ্যাটি ল.সা.গু থেকে ২ কম হবে। অর্থাৎ, ৭২ - ২ = ৭০।

A
৯১
B
৮৭
C
৬৩
D
৫৯

Explanation

৫৯ সংখ্যাটির ১ এবং ৫৯ ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাই এটি মৌলিক সংখ্যা। ৯১ (৭×১৩), ৮৭ (৩×২৯), ৬৩ (৭×৯) সংখ্যাগুলো বিভাজ্য, তাই এগুলো যৌগিক।

A
৩৪০
B
৩৪১
C
৩৪২
D
৩৪৪

Explanation

যখন কোন সংখ্যা একটি সংখ্যা থেকে 'যত বড়' এবং অন্যটি থেকে 'তত ছোট' হয়, তখন সংখ্যাটি দুটির গড় হবে। সংখ্যাটি = (৩০১ + ৩৮১) / ২ = ৬৮২ / ২ = ৩৪১।

A
২৫ দিনে
B
৩০ দিনে
C
৩৫ দিনে
D
৪০ দিনে

Explanation

খ একা কাজটি করবে = (ক ও খ এর দিন × ক এর দিন) / (ক এর দিন - ক ও খ এর দিন) = (১২ × ২০) / (২০ - ১২) = ২৪০ / ৮ = ৩০ দিনে।

A
30 মিটার
B
40 মিটার
C
50 মিটার
D
60 মিটার

Explanation

ধরি প্রস্থ x, দৈর্ঘ্য 2x। ক্ষেত্রফল = 2x^2 = 1250 => x^2 = 625 => x = 25। দৈর্ঘ্য = 2x = 2 × 25 = 50 মিটার।

A
সন্নিহিত কোণ
B
সরলকোণ
C
পূরককোণ
D
সম্পূরক কোণ

Explanation

দুটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি বা দুই সমকোণ হলে কোণ দুটিকে একে অপরের সম্পূরক কোণ (Supplementary Angle) বলা হয়। ৯০ ডিগ্রি হলে পূরক কোণ হয়।

A
ব্যাস
B
ব্যাসার্ধ
C
বৃত্তচাপ
D
পরিধি

Explanation

যে জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাকে ব্যাস বা Diameter বলা হয়। ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। ব্যাস বৃত্তকে দুটি সমান অংশে বিভক্ত করে।

A
একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান
B
একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান
C
একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই বাহু ও অনুরূপ বাহুর সমান
D
একটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান

Explanation

দুটি ত্রিভুজের তিন কোণ সমান হলে তারা সদৃশকোণী হয় কিন্তু সর্বসম নাও হতে পারে (আকার ছোট-বড় হতে পারে)। সর্বসমতার জন্য অন্তত একটি বাহু সমান হতে হয়।

A
৬ : ৫ : ৪
B
৩ : ৪ : ৫
C
১২ : ৮ : ৪
D
৬ : ৪ : ৩

Explanation

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী (লম্ব^২ + ভূমি^২ = অতিভুজ^২)। এখানে ৩^২ + ৪^২ = ৯ + ১৬ = ২৫ = ৫^২। তাই ৩ : ৪ : ৫ অনুপাতের বাহুগুলো দিয়ে সমকোণী ত্রিভুজ হয়।

A
B
১৪
C
১৬
D
১২

Explanation

আমরা জানি, ১ম রাশি : ২য় রাশি = ৩য় রাশি : ৪র্থ রাশি। এখানে ৩/৯ = ৪/ক => ক = (৯×৪)/৩ = ৩৬/৩ = ১২। সুতরাং চতুর্থ সমানুপাতিক ১২।