প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০১৫-৩য় ধাপ - Read Mode

Browse questions and answers at your own pace

80 Total Questions
Back to Category
A
pq > - 2
B
-p < 2q
C
pq < - 2
D
-p > 2q

Explanation

p>2 হলে -p<-2 হয়। আবার q>-1 হলে 2q>-2 হয়। যেহেতু -p এর মান -2 এর চেয়ে ছোট এবং 2q এর মান -2 এর চেয়ে বড়, তাই নিশ্চিতভাবেই -p < 2q সত্য হবে।

A
২৭ এবং ২৮
B
২৬ এবং ২৭
C
২৮ এবং ২৯
D
২৫ এবং ২৬

Explanation

পরপর দুটি পূর্ণসংখ্যার বর্গের পার্থক্য সংখ্যাদ্বয়ের যোগফলের সমান। ধরি সংখ্যা দুটি ক ও ক+১। ২ক+১ = ৫৩ বা ২ক = ৫২ বা ক = ২৬। সংখ্যা দুটি ২৬ ও ২৭।

A
২০০
B
১৭২
C
১৮০
D
১৬০

Explanation

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০০ বর্গমিটার। এক বাহুর দৈর্ঘ্য = √১৬০০ = ৪০ মিটার। পরিসীমা = ৪ × এক বাহু = ৪ × ৪০ = ১৬০ মিটার।

A
জ্যা
B
চাপ
C
ব্যাসার্ধ
D
ব্যাস

Explanation

বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে জ্যা (Chord) বলে। ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা যা কেন্দ্র দিয়ে যায়। চাপ হলো পরিধির অংশ।

A
৫৭০০ জন
B
৫৫০০ জন
C
৬৩০০ জন
D
৬০০০ জন

Explanation

ধরি শুরুতে জনসংখ্যা ছিল ১০০%। ১৫% বৃদ্ধিতে বছরের শেষে জনসংখ্যা ১১৫%। প্রশ্নমতে, ১১৫% = ৬৯০০ জন। ১% = ৬০ জন। ১০০% = ৬০০০ জন।

A
৪৫
B
৫২
C
৩৩
D
৪৮

Explanation

৪ বছর পর ছেলের বয়স ১১ হলে, বর্তমানে ছেলের বয়স (১১-৪) = ৭ বছর। স্ত্রীর বর্তমান বয়স ৪ × ৭ = ২৮ বছর। স্বামী স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়, তাই স্বামীর বয়স ২৮ + ৫ = ৩৩ বছর।

A
৪/২৭
B
৭/৩৬
C
১১/৪৫
D
২/৯

Explanation

ভগ্নাংশগুলোর মান: ৪/২৭ ≈ ০.১৪৮, ৭/৩৬ ≈ ০.১৯৪, ১১/৪৫ ≈ ০.২৪৪, ২/৯ ≈ ০.২২২। এদের মধ্যে সবচেয়ে ছোট মান ০.১৪৮। সুতরাং ক্ষুদ্রতম ভগ্নাংশ ৪/২৭।

A
১৩৫ ডিগ্রী
B
১২৫ ডিগ্রী
C
২৫ ডিগ্রি
D
৩৫ ডিগ্রী

Explanation

দুটি কোণের সমষ্টি ৯০ ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। ৬৫ ডিগ্রি কোণের পূরক কোণ = ৯০° - ৬৫° = ২৫°।

A
সমকোণী ত্রিভু জ
B
বিষমবাহু ত্রিভু জ
C
সমদ্বিবাহু ত্রিভু জ
D
সমবাহু ত্রিভু জ

Explanation

জ্যামিতির উপপাদ্য অনুযায়ী, কোনো ত্রিভুজের দুটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়। আর তিনটি মধ্যমা সমান হলে সেটি সমবাহু ত্রিভুজ হয়।

A
৬০
B
৫০
C
৪৫
D
৩০

Explanation

ধরি ২য় কোণ = x। ১ম কোণ = ৩x এবং ৩য় কোণ = x+৩০। প্রশ্নমতে, ৩x + x + x + ৩০ = ১৮০ বা ৫x = ১৫০ বা x = ৩০। নির্ণেয় কোণ ৩০ ডিগ্রি।