প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০১৫-৩য় ধাপ - Read Mode

Browse questions and answers at your own pace

80 Total Questions
Back to Category
A
রাঙ্গামাটি
B
খাগড়াছড়ি
C
বান্দরবান
D
সিলেট

Explanation

রাঙ্গামাটি হলো বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মায়ানমার উভয় দেশেরই সীমান্ত রয়েছে। তিন দেশের সীমান্ত সংযোগস্থল এই জেলায় অবস্থিত।

A
বাংলাদেশ ব্যাংক
B
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
C
ডিএসই
D
বিএসইসি

Explanation

বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। ডিএসই (DSE) হলো স্টক এক্সচেঞ্জ, নিয়ন্ত্রক নয়।

A
পাবলিক সার্ভি স কমিশন
B
রাষ্ট্রপতির কার্যালয়
C
নির্বাচন কমিশন
D
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

Explanation

পিএসসি, নির্বাচন কমিশন এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সাংবিধানিক প্রতিষ্ঠান। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) রাষ্ট্রপতির আদেশে গঠিত একটি সংবিধিবদ্ধ সংস্থা, সাংবিধানিক নয়।

A
বৈদেশিক সাহায্যে
B
উন্নয়নের গতি ধারা
C
দুর্ভি ক্ষ ও দারিদ্র্য
D
ক্ষু দ্রঋণ

Explanation

অমর্ত্য সেন ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তার গবেষণার মূল বিষয় ছিল কল্যাণ অর্থনীতি (Welfare Economics), দুর্ভিক্ষ ও দারিদ্র্য।

A
বিল্ডিং অধ্যাদেশ
B
বিল্ডিং কোড
C
ভবন অনুনিয়ম
D
ভবন আইন

Explanation

নিরাপদ ও ঝুঁকিমুক্ত ভবন নির্মাণের জন্য 'বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড' (BNBC) মেনে চলা বাধ্যতামূলক। ২০০৬ সালে বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট সংশোধন করে এটি বাধ্যতামূলক করা হয়।

A
১ এপ্রিল ১৯৯৩
B
১ জানুয়ারি, ১৯৯৩
C
১ ফেব্রুয়ারি, ১৯৯৩
D
১ মার্চ , ১৯৯৩

Explanation

বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় ১৯৯০ সালে। এটি পরীক্ষামূলকভাবে ৬৮টি উপজেলায় চালু হয় ১ জানুয়ারি ১৯৯২ সালে এবং দেশব্যাপী চালু হয় ১ জানুয়ারি ১৯৯৩ সালে।

A
কাব্যগ্রন্থ
B
ভাসমান হাসপাতাল
C
সিনেমা
D
সংগঠন

Explanation

'জীবনতরী' হলো ইমপ্যাক্ট ফাউন্ডেশন পরিচালিত একটি ভাসমান হাসপাতাল। এটি বাংলাদেশের বিভিন্ন নদী-উপকূলীয় অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসাসেবা প্রদান করে।

A
মেজর এম আবদুল জলিল
B
মেজর কে এম শফিউল্লাহ
C
উইং কমান্ডার এম কে বাশার
D
মেজর কাজী নুরুজ্জামান

Explanation

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। ৬ নম্বর সেক্টরের (রংপুর ও ঠাকুরগাঁও অঞ্চল) সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম. কে. বাশার।

A
লাহোরে
B
রাওয়ালপিন্ডিতে
C
করাচিতে
D
ঢাকায়

Explanation

১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির সনদ 'ছয় দফা' পেশ করেন।

A
আরব অঞ্চলে বসন্তকাল
B
আরব রাজতন্ত্র
C
আরবীয় মহিলাদের জাগরণ
D
আরবের বিভিন্ন দেশে গণজাগরণ

Explanation

'আরব বসন্ত' বা Arab Spring বলতে ২০১০ সালের শেষের দিকে আরব বিশ্বের বিভিন্ন দেশে (তিউনিসিয়া, মিসর, লিবিয়া, সিরিয়া ইত্যাদি) শুরু হওয়া গণজাগরণ ও সরকার বিরোধী আন্দোলনকে বোঝায়।